ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিদ্যুতস্পৃষ্টে কর্মচারী গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ০৭:৩২, ২ সেপ্টেম্বর ২০১৫

বিদ্যুতস্পৃষ্টে কর্মচারী  গৃহকর্মীর  রহস্যজনক  মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গাবতলী টার্মিনালের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় কন্ডাক্টর নিহত হয়েছে। জুরাইনে একটি ফার্নিচারের দোকানে বিদ্যুতস্পৃষ্ট হয়ে কর্মচারীর মারাগেছে। সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে মিরপুরের পূর্ব মনিপুরের ৭৬৮ নম্বর ভবনের দোতলা থেকে তাহমিনা আক্তার (১৭) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করে পুলিশ সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালের মর্গে পাঠায়। তার বাবার নাম জয়নাল আবেদীন। বাড়ি কিশোরগঞ্জের হাবিবনগর গ্রামে। মিরপুর থানা পুলিশ জানায়, তাহমিনা এক আইনজীবীর বাসায় দুই বছর ধরে কাজ করত। গলায় দাগ রয়েছে। তবে সে আত্মহত্যা করেছে না, তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তা তদন্ত করে দেখা হচ্ছে। দুর্ঘটনায় বাসকন্ডাক্টর নিহত ॥ গাবতলী টার্মিনালের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় কন্ডাক্টর সাদেক আলী (৪৫) নিহত হয়েছে। নিহতের বাবার মরহুম আব্দুল মালেক। বিদ্যুতস্পৃষ্ট হয়ে কর্মচারীর মৃত্যু ॥ পুরনো ঢাকার জুরাইনে একটি ফার্নিচারের দোকানে বিদ্যুতস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২২) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।
×