ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পিরোজপুরে ছয় বছরের শিশু বলাৎকার ॥ বখাটে আটক

প্রকাশিত: ০৫:৫৩, ২ সেপ্টেম্বর ২০১৫

পিরোজপুরে ছয় বছরের শিশু বলাৎকার ॥ বখাটে আটক

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১ সেপ্টেম্বর ॥ জিয়ানগরে ঘরে আটকিয়ে দুই শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার ঘটনা ঘটেছে। নির্যাতনকারী পাষ- যুবককে জনতা আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। সোমবার দুপুরে উপজেলার কালাইয়া গ্রামের সোহরাব বয়াতীর বখাটে ছেলে পনির বয়াতী (২৪) একই গ্রামের ফরিদ কাজীর পুত্র ইমাম কাজী (৬) ও নির্মাণ শ্রমিক চাহেব আলী হাওলাদারের ছেলে রাজিব হাওলাদারকে (৬) স্কুল ছুটির পর চকোলেট দিয়ে তার বাড়িতে নিয়ে যায়। এ সময় রাজিব নামের শিশুটিকে বলাৎকার করে রক্তাক্ত করে দেয়। শিশুটি চিৎকার করলে কাপড় দিয়ে তার মুখ বেঁধে রাখে। এরপর শিশু ইমনকে বলাৎকার করতে গেলে তখন ওই শিশুটির চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে আসলে মনির পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী বখাটে মনিরকে ওই দিন বিকেলে জিয়ানগর সেতুর নিচ থেকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। বিমানবাহিনীর গোলাবর্ষণ মহড়া চট্টগ্রামের কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জে ১৬ দিনব্যাপী বাংলাদেশ বিমানবাহিনীর আকাশ থেকে আকাশে তাজা গোলাবর্ষণ মহড়া বুধবার শুরু হবে। উক্ত মহড়ায় বাংলাদেশ বিমানবাহিনীর মিগ-২৯বি/ইউবি, এফ-৭বিজি/এফটি-৭বিজি, এফ-৭বিজিআই, এফ-৭এমবি/এফটি-৭বি এবং কে-৮ডব্লিউ যুদ্ধবিমানসমূহ অংশগ্রহণ করবে। মহড়ায় আকাশ হতে আকাশে গোলাবর্ষণের পাশাপাশি আকাশযুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল, বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধ সক্ষমতা মূল্যায়ন এবং এর দুর্বলতাসমূহ চিহ্নিত করে আরও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার অনুশীলন করা হবে। -বিজ্ঞপ্তি। খালেদুর রহমানের পিএইচডি ডিগ্রী লাভ ফরিদপুরের আলফাডাঙ্গার নগরকান্দা গ্রামের বাসিন্দা মুন্সী আতিয়ার রহমান ও সালেহা বেগমের প্রথম পুত্র মুন্সী খালেদুর রহমান পিএইচডি ডিগ্রী লাভ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের কেন্ট স্টেট বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি এই ডিগ্রী লাভ করেন। তাঁর থিসিসের শিরোনাম ছিল ‘এনভায়রনমেন্টাল এ্যান্ড সোশ্যাল ভালনারেবিলিটিস অব ফিশিং কমিউনিটিজ অব কুতুবদিয়া আইল্যান্ড, বাংলাদেশ।’ খালেদ আলফাডাঙ্গা এজেড পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং আলফাডাঙ্গা কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। এরপর ২০১০ সালে ‘ইউনিভার্সিটি অব নর্দার্ন আইওয়া’ থেকে এমএ ডিগ্রী লাভ করেন। সম্প্রতি তিনি কেন্ট স্টেট বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের সেন্ট লুই বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কর্মরত। -বিজ্ঞপ্তি
×