ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকায় কেমিক্যাল গুদামে আগুন

প্রকাশিত: ০৫:১৯, ২ সেপ্টেম্বর ২০১৫

ঢাকায় কেমিক্যাল গুদামে আগুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এলাকার একটি কেমিক্যালের গুদামে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখায় পুরো গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, পানির সঙ্গে কেমিক্যালের বিক্রিয়ার কারণেই আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। কোন হতাহতও হয়নি। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তেজগাঁও সাতরাস্তা এলাকার বিধু কেমিক্যাল গুদামে আগুন লাগে। ঢাকা মহানগর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের প্রথমে চারটি ইউনিট। পরে আরও একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি জানান, কেমিক্যালের কারণে আগুন লাগার সঙ্গে সঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ে। ছোট ছোট ড্রামে কেমিক্যাল থাকায় আগুন থেমে থেমে জ্বলে উঠছিল। সে কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। ওই গুদামে হাইড্রোজ ও ক্লিনিং সলভেন্ট নামে দু’ধরনের কেমিক্যাল ছিল। আর এই কারণে পানির সঙ্গে কেমিক্যালের বিক্রিয়ার কারণেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, তেজগাঁও রাস্তার সামনে ওই কেমিক্যাল গুদামের নাম বিধু কেমিক্যাল। প্রতিষ্ঠানের মালিক সোহেল রানা। ছয় বছর ধরে একটি ঘর ভাড়া নিয়ে গার্মেন্টস পোশাকের ডায়িংয়ের জন্য প্রয়োজনী কেমিক্যাল সেখানে সংরক্ষণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বিধু কেমিক্যালের জমির মালিক স্থানীয় বাসিন্দা নঈম জানান, বিধু কেমিক্যালের মালিকের কাছে মাসিক ৩৬ হাজার টাকায় ঘরটি ভাড়া দিয়েছে। পোশাকের ডায়িংয়ের জন্য সেখানে কেমিক্যাল সংরক্ষণ করা হতো। ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুম কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, এ ঘটনায় প্রাথমিকভাবে অগ্নিদগ্ধ বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
×