ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হত্যা মামলার দায়ে পুত্রের যাবজ্জীবন

প্রকাশিত: ০৭:০৩, ১ সেপ্টেম্বর ২০১৫

হত্যা মামলার দায়ে পুত্রের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পিতা আজগর আলীকে (৫৫) হত্যার মামলায় পুত্র গোলাম মোস্তফাকে (২৭) যাবজ্জীবন সশ্রম কারাদ- ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মাহবুবুল আলম এই রায় ঘোষণা করেন। হত্যার শিকার আজগর আলী নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের দোলাপাড়া গ্রামে মৃত হজর উদ্দিনের ছেলে। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায় ২০১২ সালের ২৪ জানুয়ারি রাতে পারিবারিক কলহে পিতা আজগর আলীকে তার দ্বিতীয় পুত্র রংপুর কারমাইকেল কলেজের অনার্সের ছাত্র গোলাম মোস্তফা নিজ বাড়ির শোয়ার ঘরে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় হত্যার শিকার আজগর আলীর বড়ভাই আফছার আলী বাদী হয়ে জলঢাকা থানায় মামলা দায়ের করে। পুলিশ গোলাম মোস্তফাকে গ্রেফতার করে। কুষ্টিয়া নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া থেকে জানান, কুষ্টিয়ায় এক কিশোরকে গলাকেটে হত্যার দায়ে মিন্টু নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। মিঠু নামের ওই কিশোর হত্যা মামলার রায়ে সোমবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শফিউর রহমান এ আদেশ দেন। তবে দ-প্রাপ্ত মিন্টু পলাতক রয়েছে। পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপ কুমার নন্দী জানান, ২০০৮ সালের ১৮ অক্টোর সন্ধ্যায় দৌলতপুর উপজেলার শেয়ালা গ্রামের মিন্টু ও হাসান নামের দুই যুবক ইয়াজুল ইসলামের ১৫ বছর বয়সী ছেলে মিঠুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন বাড়ির পাশে পুকুরের ধারে মিঠুর গলাকাটা লাশ পাওয়া যায়। রূপগঞ্জে বিদ্যালয় সরকারীকরণ দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৩১ আগস্ট ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা সদরের সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে সরকারী করার দাবিতে সোমবার মানববন্ধন পালন করা হয়। বিদ্যালয়ের ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন। উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু ঠাকুরদাস কর। সভায় বক্তব্য রাখেন, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরকত উল্লাহ মিয়া, নারায়ণগঞ্জ জেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদের ভিপি শাহরিয়ার পান্না সোহেল, সাবেক ভিপি মনির হোসেন, মুড়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সিকদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আমিন উদ্দিন মোল্লা, ছাব্বির আহাম্মেদ জিলানি, শিক্ষক আবুল হাসেম আজাদ, আল-আমিন মিয়া, বেগম সফিকুন্নেছা, মালতি রানী মোদক, শিক্ষার্থী নাসরিন সুলতানা প্রমুখ।
×