ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দৌলতপুর নির্বাচন অফিসে হামলা ভাংচুর

প্রকাশিত: ০৭:০৩, ১ সেপ্টেম্বর ২০১৫

দৌলতপুর নির্বাচন অফিসে হামলা ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ৩১ আগস্ট ॥ দৌলতপুরে হালনাগাদ ভোটার তালিকায় অবৈধভাবে নাম অন্তর্ভুক্ত করতে রাজি না হওয়ায় দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা অফিসে কর্মরত নির্বাচন অফিসার নজরুল ইসলাম ও তার কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করে অফিসের কম্পিউটার ও চেয়ার-টেবিল ভাঙচুর করে। এছাড়া তারা উপজেলা নির্বাচন অফিসার নজরুল ইসলামকে প্রাণনাশেরও হুমকি দিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। রবিবার রাত ৮টার দিকে উপজেলা পরিষদ চত্বরে নির্বাচন অফিসে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ ও উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রবিবার রাতে উপজেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম ও তার দপ্তরের কয়েকজন কম্পিউটার অপারেটর ভোটার তালিকা হালানাগাদের কাজ করছিলেন। রাত ৮টার দিকে উপজেলার রিফায়েতপুর বাগানপাড়া এলাকার ফারুক আলম পান্নার নেতৃত্বে জুয়েল রানা, মোবারক হোসেন ডোরা ও সন্ত্রাসী বুলবুলসহ ১০-১২ সশস্ত্র সন্ত্রাসী নির্বাচন অফিসে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা কম্পিউটার অপারেটর মোমিন হোসেন, সুমন আহমেদ, আব্দুল মাজেদ, কাওসার আহমেদ ও নাহারুল ইসলামের ওপর চড়াও হয়ে তাদের বেধড়ক মারপিট করে থাকে। একপর্যায়ে উপজেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম তার নিজ কক্ষ থেকে কম্পিউটার অপারেটরদের কক্ষে ছুটে গেলে হামলাকারীরা তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে। একইসঙ্গে হামলাকারীরা অফিসের কম্পিউটার, চেয়ার-টেবিল ভাঙচুর করে নির্বিঘেœ ঘটনাস্থল ত্যাগ করে। তারা যাওয়ার সময় নির্বাচন অফিসার নজরুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেয়। হামলার ঘটনার পর থেকে নির্বাচন অফিসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। হামলার খবর পেয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার তৌফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম জানান, উপজেলার রিফায়েতপুর এলাকার পান্না নিয়ম বহির্ভূতভাবে হালনাগাদ ভোটার তালিকায় কয়েকজনের নাম অন্তর্ভুক্ত করার জন্য চাপ দিয়ে আসছিল। তার এ অনৈতিক দাবিতে রাজি না হওয়ায় সে দেখে নেয়ার হুমকি দেয়। এরপর তার নেতৃত্বে এই হামলা চালানো হয়। তিনি জানান, ওই ইউনিয়নের ভোটার তালিকার হালনাগাদের কাজ গত ২০ ও ২১ আগস্ট শেষ হয়েছে।
×