ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ওয়েস ক্রাভেন আর নেই

প্রকাশিত: ০৬:৫৮, ১ সেপ্টেম্বর ২০১৫

কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ওয়েস ক্রাভেন আর নেই

সংস্কৃতি ডেস্ক : হরর চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক ওয়েস ক্রাভেন আর নেই। হরর চলচ্চিত্রের বিখ্যাত এ নির্মাতা রবিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তার পরিবারের উদ্ধৃতি দিয়ে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। এ প্রসঙ্গে ওয়েস ক্রাভেনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ওয়েস ক্রাভেন মারা গেছেন। এ সময়ে লস এ্যাঞ্জেলেসের বাসভবনে প্রিয়জনরা তার পাশে ছিলেন। কয়েক মাস ধরে তিনি ব্রেন ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন বলে তার পরিবার জানায়। তার মৃত্যুতে বিশিষ্ট অভিনেত্রী কোর্টিনি কক্স টুইটারে তাকে বন্ধু ও গুরু উল্লেখ করে বলেন, আজ বিশ্ব এক মহান ব্যক্তিকে হারাল। আমি তার পরিবারের সদস্যদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ওয়েস ক্রাভেন ‘স্ক্রিম’ ও ‘নাইটমেয়ার অন এলম স্ট্রিট’ সিরিজের মতো স্মরণীয় হরর চলচ্চিত্র পরিচালনা করেন। তিনি ‘নাইট মেয়ার অন এলম স্ট্রিট’ সিরিজের আটটি পর্ব উপস্থাপনা করে বিশ্বজুড়ে পরিচিত পান। ক্রাভেনের ফ্রেডি ক্রুয়েগার চরিত্রটি বিশ্বব্যাপী কয়েক প্রজন্মের হরর চলচ্চিত্র প্রেমিদের আনন্দ জুগিয়েছে। এছাড়া ১৯৮০-এর দশকে তিনি ‘টুইলাইট জোন’ সিরিজের পর্বগুলো পরিচালনা করেন। ক্রাভেন নির্মিত সব ক’টি চলচ্চিত্রই হরর ধাঁচের। ওয়েস ক্রাভেন ১৯৩৯ সালে ২ আগস্ট যুক্তরাষ্ট্রের ওহাইওতে জন্মগ্রহণ করেন। দর্শনশাস্ত্রে স্নাতক ওয়েস ক্রাভেন একাধারে লেখক, চিত্রনাট্যকার ও পরিচালক। চলচ্চিত্র সম্পাদনায়ও তাকে দেখা গেছে। ১৯৭২ সালে নিজের চিত্রনাট্যে নির্মাণ করেন ‘দ্য লাস্ট হাউস অন দ্য লেফট’। তার অন্যান্য জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘দ্য হিলস হ্যাভ আইস’, ‘দ্য সারপেন্ট এ্যান্ড দ্য রেইন’, ‘দ্য পিপল আন্ডার দ্য স্টিয়ারস’, ‘ভ্যাম্পায়ার ইন ব্লুকলিন’, ‘কার্সড’, ‘রেড আই’ ও ‘মাই সোল টু টেক’ প্রভৃতি।
×