ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অকারণে দর বাড়ছে জিল বাংলার

প্রকাশিত: ০৬:০৭, ১ সেপ্টেম্বর ২০১৫

অকারণে দর বাড়ছে জিল বাংলার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিল বাংলা সুগার মিলসের শেয়ার দর বাড়ার কোন কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে রবিবার ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনরকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে। বিশ্লেষণে দেখা যায়, গত ৬ কার্যদিবসের ১ দিন শেয়ারটির দর কমেছে। এ সময়ে শেয়ারটির দর ৬ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে হয় ৮ টাকা ১০ পয়সা পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে প্রায় ১ টাকা ৮০ পয়সা বা ২৮ দশমিক ৫৭ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। -অর্থনৈতিক রিপোর্টার এসিএমএল থেকে বিনিয়োগ প্রত্যাহার পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (এসিএমএল) নামে একটি মার্চেন্ট ব্যাংক থেকে সব বিনিয়োগ প্রত্যাহার করে নিয়েছে । ঢাকা স্টক এক্সচেঞ্জ ( ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রে জানা গেছে, এ ইন্স্যুরেন্স কোম্পানিটি লভ্যাংশ ব্যতিত ১২ কোটি ৭৫ লাখ টাকার বিনিময়ে এসিএমএলের ১ কোটি ২৭ লাখ ৫০ হাজার শেয়ার কোম্পানির এ্যাকাউন্টে হস্তান্তর করেছে। আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট একটি পরিপূর্ণ মার্চেন্ট ব্যাংক। ২০১০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পরিপূর্ণ মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অনুমোদন দেয়। এটি ২০০৯ সালে রেজিস্টার্ড অব জয়েন্ট স্টক কোম্পানির নিবন্ধন লাভ করে। -অর্থনৈতিক রিপোর্টার
×