ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আমান ফিডের লেনদেন শুরু আজ

প্রকাশিত: ০৬:০৬, ১ সেপ্টেম্বর ২০১৫

আমান ফিডের লেনদেন শুরু আজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজি উত্তোলন করা আমান ফিড মিলস লিমিটেড তৃতীয় প্রান্তিক (জুলাই ১৪-মার্চ ১৫) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এদিকে আজ মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিক শুরু হয়েছে এ কোম্পানির লেনদেন। চট্টগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তৃতীয় প্রান্তিকে আমান ফিডের কর পরিশোধের পর মুনাফা করেছে ২১ কোটি ৫৭ লাখ ৩০ হাজার টাকা। আর আইপিও পূর্ববর্তী শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৬০ টাকা এবং আইপিও পরবর্তী ইপিএস হয়েছে ২.৭০ টাকা। আর পুনর্মূল্যায়নসহ ৩১ মার্চ ২০১৫ পর্যন্ত এ কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৩৪.৩৭ টাকা এবং পুনর্মূল্যায়ন ব্যতীত এনএভিপিএস ৩২.৫১ টাকা। গত তিন মাসে (জানুয়ারি-মার্চ) এ কোম্পানির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৫ কোটি ৮১ লাখ টাকা। আর আইপিও পূর্ববর্তী শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯৭ টাকা এবং আইপিও পরবর্তী ইপিএস হয়েছে ০.৭৩ টাকা। এদিকে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দেশের উভয় পুঁজিবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই কোম্পানির শেয়ার লেনদেন। এন ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা আমান ফিডের ট্রেডিং কোড-অগঅঘঋঊঊউ এবং ডিএসইতে কোম্পানি কোড-৯৯৬৪১ ও সিএসই কোম্পানি কোড-৩২০২১। এর আগে গত ১৮ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং ৬ আগস্ট চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এ আমান ফিডকে তালিকাভুক্তির অনুমোদন দেয়া হয়। আর গত ২৪ আগস্ট, সোমবার আইপিওতে বরাদ্দকৃত শেয়ার বিনিয়োগকারীদের নিজ নিজ হিসাবে সিডিবিএলের মাধ্যমে জমা দিয়েছে কোম্পানিটি। জানা যায়, গত ২৪ জুন প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) লটারির ড্র সম্পন্ন করে আমান ফিড। আর এ কোম্পানির আইপিওতে মোট ৯১০ কোটি ১৯ লাখ ২৩ হাজার ২০০ টাকার আবেদন জমা পড়েছিল, যা মোট চাহিদার তুলনায় ১২.৬৪ গুণ। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীরা দিয়েছেন ৫৯২ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকার আবেদন, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা দিয়েছেন ৭৫ কোটি ৯৯ লাখ ৮৮ হাজার ৮০০ টাকার আবেদন, প্রবাসী বিনিয়োগকারীরা দিয়েছেন ১৪ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৮০০ টাকার আবেদন এবং মিউচুয়াল ফান্ড খাতে জমা পড়েছে ২২৮ কোটি ১ লাখ ১৭ হাজার ৬০০ টাকার আবেদন। পুঁজিবাজারে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ৭২ কোটি টাকা উত্তোলন করে আমান ফিড লিমিটেড। এজন্য ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৬ টাকা প্রিমিয়ামসহ ৩৬ টাকা মূল্যে শেয়ার ইস্যু করবে কোম্পানিটি। উত্তোলিত টাকা ব্যবসা সম্প্রসারণ, দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধ, চলতি মূলধন এবং প্রাথমিক গণপ্রস্তাব খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া বছরের নিরীক্ষিত হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪.৯৭ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) ৩০.৭৭ টাকা। এ কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
×