ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিলামে টাইটানিকের মেন্যু

প্রকাশিত: ০৬:০৪, ১ সেপ্টেম্বর ২০১৫

নিলামে টাইটানিকের মেন্যু

নিলামে উঠছে টাইটানিকের সর্বশেষ মধ্যাহ্নভোজের মেন্যু। এটি বেঁচে যাওয়া এক যাত্রীর কাছে ছিল। নিউইয়র্কের অনলাইনভিত্তিক নিলাম প্রতিষ্ঠান লায়ন হার্ট অটোগ্রাফস ৩০ সেপ্টেম্বর আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার ৩০তম বার্ষিকীতে এটি নিলামে তুলছে। এর দাম উঠতে পারে ৫০ হাজার থেকে ৭০ হাজার ডলার। - ওয়েবসাইট পর্বতের নাম পরিবর্তন মাউন্ট ম্যাকিনলি। উত্তর আমেরিকার আলাস্কা রেঞ্জের উচ্চতম পর্বত। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬ হাজার মিটার উচ্চতার এই পর্বতের নাম পরিবর্তন হয়ে ‘ডেনালি’ করা হচ্ছে। এর অর্থ ‘বিরাট’। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আলাস্কা সফরের প্রাক্কালে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই পর্বতকে কেন্দ্র করেই কয়েক হাজার বছরের প্রাচীন কোয়ুকুন আথাবাস্কান জাতির বিস্তার হয়েছিল। আলাস্কার প্রাচীন ঐতিহ্যও জড়িয়ে রয়েছে ডেনালি নামের সঙ্গে। ১৮৯৬ সালে এর নামকরণ হয় তৎকালীন প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাকিনলির নামে। -এএফপি
×