ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজ শেষ হচ্ছে গ্রীষ্মকালীন দল বদল

ম্যানচেস্টার ইউনাইটেড নতুন খেলোয়াড় কিনছে না

প্রকাশিত: ০৬:০১, ১ সেপ্টেম্বর ২০১৫

ম্যানচেস্টার ইউনাইটেড নতুন খেলোয়াড় কিনছে না

স্পোর্টস রিপোর্টার ॥ আজ শেষ হচ্ছে গ্রীষ্মকালীন দল বদলের সময়সীমা। তবে শেষ মুহূর্তে নতুন কোন খেলোয়াড়কে দলে টানবেন না বলে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ লুইস ভ্যান গাল। গত কয়েক মৌসুম ধরেই নিষ্প্রভ প্রিমিয়ার লীগের সবচেয়ে সফল ক্লাবটি ম্যানইউ। চলতি মৌসুমের শুরুতে ভাল খেললেও তা ধরে রাখতে পারেনি রুনি-মাতারা। রবিবার সোয়ানসি সিটির কাছে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পরাজয়ের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে লুইস ভ্যান গালের শিষ্যরা। তাই ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠে শেষ মুহূর্তে আক্রমণভাগ শক্তিশালী করার জন্য নতুন কোন খেলোয়াড় কিনবে কি না। এ বিষয়ে নেতিবাচক মন্তব্য করেছেন ভ্যান গাল। তিনি জানান, ‘ইউনাইটেডের মতো আপনি কখনই নিজেকে সন্তুষ্ট বলতে পারবেন না। কিন্তু এটা নিশ্চিত যে শেষ মুহূর্তে আমরা কাউকে নতুন করে স্বাক্ষর করাচ্ছি না। তাছাড়া চুক্তি স্বাক্ষর করার জন্য কোন খেলোয়াড়কে আমরা খোঁজছিও না।’ ইংলিশ প্রিমিয়ার লীগের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। সর্বোচ্চ ২০ বারের চ্যাম্পিয়ন তারা। ২০১২-১৩ মৌসুমে স্যার এ্যালেক্স ফার্গুসনের অধীনে শেষবারের মতো প্রিমিয়ার লীগের শিরোপা-উচ্ছ্বাস করে রেড ডেভিলরা। এরপর থেকেই নিষ্প্রভ ম্যানইউ। শিরোপা জয় তো দূরের কথা সেরা তিন নাম্বার স্থানটিও দখল করতে পারেনি ম্যানচেস্টারের এই ক্লাবটি। চলতি মৌসুম শুরুর আগেই ছেড়ে দিয়েছেন রবিন ভ্যান পার্সি এবং রাদামেল ফ্যালকাওয়ের মতো তারকাদের। গুঞ্জন ছিল বার্সিলোনার পেড্রো রড্রিগুয়েজকে দলে ভিড়াবে ম্যানইউ। কিন্তু শেষ পর্যন্ত নাটকের পরিসমাপ্তি ঘটিয়ে পেড্রোকে কিনে নিয়েছে জোশে মরিনহোর চেলসি। তাই দলকে শক্তিশালী করার জন্য অনেকেই মনে করছেন ইউনাইটেডের আরও খেলোয়াড় কেনা প্রয়োজন। কিন্তু দল বদলের এই সময়ে তা আর হচ্ছে না বলে জানিয়ে দিয়েছেন ক্লাবটির ডাচ কোচ। বরং আগামী জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে সম্ভবত নতুন খেলোয়াড় কিনতে পারেন তারা। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো শেষ পর্যায়ে। কিন্তু শেষ পর্যন্ত ডেভিড ডি গিয়া ওল্ড ট্র্যাফোর্ডেই থাকছেন। আর এ বিষয়টি ম্যানইউ কোচ ভ্যান গাল অনেক আগেই নিশ্চিত করেছেন। তবে বার্সিলোনার উইঙ্গার পেড্রো রড্রিগুয়েজকে দলে নিতে ব্যর্থ হওয়ায় দল বদলের বাজারে ইউনাইটেডে আরেকবার সমালোচনার মুখে পড়েছে। শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে পেড্রো চেলসিতে যোগ দেয়ায় ইউনাইটেডও বেশ হতাশ। সে কারণেই ডি গিয়াকে রিয়ালের কাছে ছাড়তে রাজি নয় ম্যানচেস্টার ইউনাইটেড। ডি গিয়াকে দলে নেয়ার জন্য গত মৌসুম থেকেই পরিকল্পনা করছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। এর পেছনে কারণও রয়েছে। গত মৌসুমটা ইউনাইটেডের জন্য হতাশাজনক হলেও ব্যক্তিগত পারফর্মেন্সে নৈপুণ্য ছড়িয়েছেন ডি গিয়া। তাই তাকে পেতে মরিয়া হয়ে উঠে রাফায়েল বেনিতেজের দল। তবে স্প্যানিশ গোলরক্ষকের এমন সিদ্ধান্তে উদ্বিগ্ন ম্যানইউর সাবেক তারকা ডিফেন্ডার রিও ফার্ডিনান্দ। সতীর্থ ডি গিয়াকে ম্যানইউ না ছাড়ার অনুরোধও জানিয়েছেন তিনি। এ বিষয়ে সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন ইংলিশ ডিফেন্ডার। সেখানে ফার্ডিনান্দ নিজের গাড়ির সিটে বসে বলেন, ‘বার্তাটি ডেভিড ডি গিয়ার জন্য।’
×