ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এসএ গেমসে অন্তর্ভুক্ত হতে পারে কারাতে!

প্রকাশিত: ০৫:৫৯, ১ সেপ্টেম্বর ২০১৫

এসএ গেমসে অন্তর্ভুক্ত হতে পারে কারাতে!

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ এশিয়া অঞ্চলের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ ক্রীড়া আসর দ্বাদশ সাউথ এশিয়ান গেমস (এসএ গেমস) অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০১৬ সালের ১০-২০ জানুয়ারি পর্যন্ত ভারতের শিলং এবং গুহাটিতে। গত একাদশ ঢাকা এসএ গেমস ২৩ ডিসিপ্লিন নিয়ে অনুষ্ঠিত হলেও এবার দ্বাদশ আসরে ডিসিপ্লিন আছে ২২। এই ২২ ডিসিপ্লিনের মধ্যে নেই অন্যতম জনপ্রিয় ও আকর্ষণীয় ইভেন্ট কারাতে! উল্লেখ্য, গত আসরে স্বাগতিক বাংলাদেশ পেয়েছিল ১৮ স্বর্ণসহ মোট ৯৭ পদক। এর মধ্যে ৪ স্বর্ণই এসেছিল কারাতে থেকে। যে ইভেন্ট থেকে এত ভাল সাফল্য, সেই ইভেন্ট এবারের আসন্ন আসরে না থাকায় চরম হতাশ বাংলাদেশ কারাতে ফেডারেশনের কর্মকর্তা ও খেলোয়াড়রা। গেমস শুরু হতে বাকি আরও পাঁচ মাস। তবে আশার কথা হলো- শেষ মুহূর্তে এবারের আসরে কারাতেকে অন্তর্ভুক্ত করার সমূহ সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) ট্রেনিং এ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আশিকুর রহমান মিকু। তিনি বলেন, ‘এখনও সম্ভাবনা রয়েছে। আমরা ভারতীয় অলিম্পিক এ্যাসোসিয়েশনকে আবারও চিঠি দিয়েছি। বিবেচনা করতে অনুরোধ জানিয়েছি কারাতে ইভেন্টকে গেমসে রাখার জন্য। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আসলে একটি ইভেন্ট গেমসে থাকবে কি থাকবে না তা নির্ভর করে আয়োজক দেশের উপর। কারাতে নিয়ে ভারতের আগ্রহ কম। আমরা বার বার তাদের বলছি কারাতে রাখার জন্য। তারা আলোচনা করে জানাবে। তবে শেষ পর্যন্ত হয় তো ভারত গেমসে কারাতে রাখতে রাজি হতে পারে।’ নিয়ম হচ্ছেÑ গেমসে কোন ইভেন্ট রাখতে হলে প্রথমে আয়োজক দেশের আগ্রহ থাকতে হবে। তারপর সেই ইভেন্ট খেলার জন্য মোট অংশ নেয়া দেশগুলোর মধ্যে কম করে হলেও ৪ দেশের আগ্রহ এবং নাম চূড়ান্ত করতে হবে। তাহলেই একটি ইভেন্ট গেমসে অন্তর্ভুক্ত হতে পারে। দ্বাদশ এসএ গেমসে ডিসিপ্লিন হিসেবে আপাতত আছে - আরচারি, এ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিং, সাইক্লিং, ফুটবল, হ্যান্ডবল, হকি, কাবাডি, শূটিং, সাঁতার, টেবিল টেনিস, তায়কোয়ানদো, ভলিবল, ভারোত্তোলন, কুস্তি, উশু, খোঁ খোঁ, ট্রায়থলন, জুডো এবং স্কোয়াশ। তবে বাংলাদেশ কিন্তু ২২ ডিসিপ্লিনে অংশ নিচ্ছে না! তারা অংশ নেবে ১৮ ডিসিপ্লিনে। এরই মধ্যে আগস্টের প্রথম সপ্তাহে ১৪ ইভেন্টের আনুষ্ঠানিক আবাসিক অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে বিওএর তত্ত্বাবধানে।
×