ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিপিবি-বাসদের মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচীতে পুলিশের বাধা

প্রকাশিত: ০৫:৪৫, ১ সেপ্টেম্বর ২০১৫

সিপিবি-বাসদের মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচীতে পুলিশের বাধা

স্টাফ রিপোর্টার ॥ গ্যাস এবং বিদ্যুতের বর্ধিত দর আজ থেকে কার্যকর হচ্ছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ঘোষণা অনুযায়ী পহেলা সেপ্টেম্বর থেকে বর্ধিত দাম কার্যকর হওয়ার কথা রয়েছে। গ্রাহককে অক্টোবরের বিলের সঙ্গে বাড়তি বিল গুনতে হবে। অন্যদিকে গ্যাস বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারে সিপিবি বাসদ সোমবার জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাঁধার মুখে পড়েছে। দাবি আদায়ে ফের আগামী ৮ সেপ্টেম্বর অবস্থান কর্মসূচী ঘোষণা করেছে দল দুটি। বৃহস্পতিবার বিকেলে গ্যাস এবং বিদ্যুতের নতুন মূল্যবৃদ্ধির ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান এ আর খান। পুনর্নির্ধারিত দামে প্রতি কিলোওয়াট/ঘণ্টা (ইউনিট) বিদ্যুতের মূল্য গ্রাহক পর্যায়ে গড়ে ১৮ পয়সা অর্থাৎ দুই দশমিক ৯৩ ভাগ বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে গড় গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে ২৬ দশমিক ২৯ ভাগ। সোমবার মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের পক্ষ থেকে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে পুলিশ বাধা দিয়েছে। পুলিশি বাধার পর অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায়, জনগণের প্রতি সরকারের কোন দায় নেই। সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্তে জনগণের সঙ্গে প্রতারণা করছে। সরকার এখন প্রকৃতপক্ষে গণপ্রতারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। পুলিশের উর্ধতন পর্যায়ে রদবদল স্টাফ রিপোর্টার ॥ পুলিশে আবারও রদবদল করা হয়েছে। এবার পুলিশের উপ-মহাপরিদর্শকসহ (ডিআইজি) উর্ধতন ১৪ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। সোমবার পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়। বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তাদের মধ্যে দু’জন ডিআইজি, একজন অতিরিক্ত ডিআইজি ও ১১ জন পুলিশ সুপার-উপ কমিশনার রয়েছেন। এ প্রজ্ঞাপনে পুলিশ সদর দফতরের ডিআইজি মোহাম্মদ নাজিবুর রহমানকে সিআইডিতে, বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) কমিশনার শৈবাল কান্তি চৌধুরীকে পুলিশ সদর দফতরের ডিআইজি আর পুলিশ সদর দফতরের ডিআইজি মোঃ লুৎফর রহমান ম-লকে বিএমপির কমিশনার করা হয়েছে। পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী মিয়াকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এবং সদ্য মিশন ফেরত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান খানকে বিএমপির উপ-কমিশনার, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপ-কমিশনার হাসান মোঃ শওকত আলীকে চট্টগ্রাম মহানগর পশের (সিএমপি) উপ-কমিশনার করা হয়েছে। এছাড়া এসপি পদে পদোন্নতি পাওয়া অতিরিক্ত পুলিশ সুপার সামসুন নাহারকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মুনিবুর রহমানকে দ্বিতীয় এপিবিএন (ময়মনসিংহের মুক্তাগাছা) এর অধিনায়ক (পুলিশ সুপার), এসবির বিশেষ পুলিশ সুপার ফারহাত আহমেদকে ঠাকুরগাঁওয়ের এসপি এবং ঠাকুরগাঁওয়ের এসপি আবদুর রহিম শাহ চৌধুরীকে এসবির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। বিএমপির উপ-কমিশনার শোয়েব আহাম্মদকে শিল্প পুলিশের এসপি, খুলনা ৩য় এপিবিএন এর অধিনায়ক মোহাম্মদ হারুন-অর-রশিদকে বরিশাল আরআরএফের কমাড্যান্ট করা হয়েছে। বরিশাল আরআরএফের কমান্ড্যান্ট মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরীকে খুলনা ৩য় এপিবিএন এর অধিনায়ক এবং রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপ-কমিশনার এ কে এম আওলাদ হোসেনকে ট্যুরিস্ট পুলিশের এসপি করা হয়েছে।
×