ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঘুম-জাগা স্বইচ্ছায়!

প্রকাশিত: ০৫:১৬, ১ সেপ্টেম্বর ২০১৫

ঘুম-জাগা স্বইচ্ছায়!

আপনি যতই নিয়ম মেনে চলেন না কেন, ঠিক কোন্ মুহূর্তে আপনার ঘুম আসবে কিংবা আপনি জেগে উঠবেন, তা আগে থেকে বলে দিতে পারবেন না নিশ্চয়ই। তাই মাঝে মাঝেই মনে হয় ইস, যদি ঘুম নিয়ন্ত্রণের ক্ষমতাও মানুষের হাতেই থাকত! বিজ্ঞানের কল্যাণে এ আফসোসও পূরণ হতে চলছে। ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের দুজন বিজ্ঞানী জানিয়েছেন, তাঁরা মস্তিষ্কের সেসব জিন শনাক্ত করতে পেরেছেন, যা ঘুমকে নিয়ন্ত্রণ করতে পারে। আপাতত ইঁদুরের মস্তিষ্কে তাঁরা এ জিনগুলো খুঁজে পেয়েছেন। মস্তিষ্কের রূপে সাদৃশ্য থাকায় তাঁরা ধারণা করছেন, একই ধরনের জিন মানুষের মধ্যেও পাওয়া যাবে। বিজ্ঞানীরা জানান, ঘুম নিয়ন্ত্রণের জিন সঠিকভাবে শনাক্ত করা গেলে রাত জেগে কাজ করা ব্যক্তিদের জন্য খুব সুবিধা হবে। এ ছাড়া ভ্রমণজনিত ক্লান্তি বা জেট ল্যাগ দূর করতেও এই আবিষ্কার কাজ করবে। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এই জিনগুলো থাকে মস্তিষ্কের ‘আলো-আঁধারি’ নিয়ন্ত্রক অংশে। মস্তিষ্কের ২০ হাজার স্নায়ুতন্ত্রের মধ্যে ঘুম নিয়ন্ত্রক সুপ্রেচিয়াসমেটিক নিউক্লিয়াসকে আলাদা করতে বেশ বেগ পেতে হয়েছে বিজ্ঞানীদের। তবে তাঁরা আশা প্রকাশ করে বলেছেন, সেদিন বেশি দূরে নয়, যখন ঘুমের ঘণ্টা-মিনিটও নিয়ন্ত্রণ করতে পারবে মানুষ। -সায়েন্স ডেইলি অবলম্বনে ইব্রাহিম নোমান
×