ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাত দিন পর ভোলা-লক্ষ্মীপুর ফেরি চলাচল

প্রকাশিত: ০৫:৫৬, ৩১ আগস্ট ২০১৫

সাত দিন পর ভোলা-লক্ষ্মীপুর ফেরি চলাচল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৩০ আগস্ট ॥ সাত দিন বন্ধ থাকার পর ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ভোলার ইলিশা বিশ্ব রোডের নতুন ফেরিঘাটটি গত ২৩ আগস্ট মেঘনা নদীর ভাঙ্গনে বিধ্বস্ত হলে বিআইডব্লিউটিএ সংস্কার করার পর রবিবার সকাল ১০টায় এ ঘাটটি চালু হয়। এতে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার সঙ্গে বন্দর নগরী চট্টগ্রামের যোগাযোগ আবার স্বাভাবিক হয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, মেঘনা নদীর অব্যাহত ভাঙ্গনের মুখে গত ২৬ জুলাই প্রথম ভোলা-লক্ষ্মীপুর মহাসড়ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। তখন ১৫ দিন ফেরি চলাচল বন্ধ থাকার পর বিআইডিব্লিউটিএ ইলিশা বিশ্ব রোডের মাথায় দ্বিতীয় ফেরিঘাট নির্মাণ করে। কিন্তু ২ সপ্তাহ যেতে না যেতেই গত ২৩ আগস্ট আবার ভাঙ্গনের মুখে পড়ে বিশ্ব রোডের মাথার নতুন ফেরিঘাটটি। ফেরিঘাটের এ্যাপ্রোচ রোডের মাথার পাইলিং এবং গ্যাংওয়ের নিচের মাটি ধসে পড়ে। এতে যাত্রীসহ ব্যবসায়ীরা চরম বিপাকে পড়ে।
×