ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মধ্যরাতে যবিপ্রবি ছাত্রীদের বিক্ষোভ ভাংচুর

প্রকাশিত: ০৫:৫৫, ৩১ আগস্ট ২০১৫

মধ্যরাতে যবিপ্রবি  ছাত্রীদের বিক্ষোভ  ভাংচুর

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ আবাসিক হলের মিল চার্জ নিয়ে মধ্য রাতে হঠাৎ বিক্ষোভ ও ভাংচুর করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্রীরা। যবিপ্রবির শেখ হাসিনা হলে এ ঘটনা ঘটেছে। ‘কোন যৌক্তিক কারণ ছাড়াই’ এ বিক্ষোভ ভাংচুর উল্লেখ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার রাত ৯টা থেকে এ বিক্ষোভ শুরুর পর রাত ১টার পর শিক্ষার্থীরা হলে ফিরেছে। যবিপ্রবি ছাত্রীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রীনিবাস শেখ হাসিনা হলের খাবারের মূল্য বাবদ (মিল চার্জ) প্রতিমাসে ৫শ’ টাকা পরিশোধ করেন। আগামী সেপ্টেম্বর মাসের ২২ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয় খোলা থাকবে। এরপর ঈদের ছুটি কিন্তু ওই মাসেরও পুরো মিল চার্জ পরিশোধ করতে বলা হয়েছে। আর ক্যান্টিন থেকে খাবারের বাটি খোয়া গেলে তাদের জরিমানা করা হয়। এর প্রতিবাদে তারা আন্দোলন করেছেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, রাতে হঠাৎ করেই ছাত্রীরা বিক্ষোভের পর প্রভোস্টের কক্ষসহ বেশ কয়েকটি কক্ষ ভাংচুর করে।
×