ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মীরসরাইয়ে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ০৫:৫৪, ৩১ আগস্ট ২০১৫

মীরসরাইয়ে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রাম অফিস/মীরসরাই সংবাদদাতা ॥ উপজেলার মিঠাছড়া বাজারে গুলি করে গাংচিল ফিলিং স্টেশনের মালিকের অর্ধ কোটি টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ সময় ছিনতাইকারীদের গুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছে। আহতদের মিঠাছড়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রামের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মিঠাছড়া বাজারস্থ পূবালী ব্যাংক মিঠাছড়া শাখার নিচে এ ঘটনা ঘটে। ঘটনার সময় গুলি থেকে বেঁচে যাওয়া গাংচিলের হিসাব রক্ষক শংকর চন্দ্র নাথ জানান, বেলা সাড়ে এগারটায় তাদের ৩টি ফিলিং স্টেশনের সাপ্তাহিক সংগৃহীত অর্থ জমা দেয়ার জন্য দুটি ব্যাগে ১ কোটি টাকা নিয়ে ব্যাংকের সামনে পৌঁছে প্রাইভেট কার থেকে নামতেই কয়েকজন কালো মুখোশধারী যুবক তাদের লক্ষ্য করে উপর্যুপরি গুলি করে। সন্ত্রাসীরা টাকাভর্তি একটি ব্যাগ নিয়ে চলে যায়। আরেকটি ব্যাগ নিতে ব্যর্থ হয়। ছিনিয়ে নেয়া ব্যাগে প্রায় অর্ধ কোটি টাকা ছিল। এ সময় গুলিবিদ্ধ হয় ফিলিং স্টেশনের পরিচালক এমরান উদ্দিন (৪০), ম্যানেজার জাহাঙ্গীর আলম (৪৫) ও প্রাইভেট কার চালক বরুন চন্দ্র (৪২)।
×