ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চবি ও চুয়েটে শিক্ষকদের কর্মবিরতি

প্রকাশিত: ০৫:৫৩, ৩১ আগস্ট ২০১৫

চবি ও চুয়েটে শিক্ষকদের  কর্মবিরতি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ প্রস্তাবিত বৈষম্যমূলক বেতন কাঠামো বাতিল করে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রবিবার তিনঘণ্টা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচী পালিত হয়। কর্মবিরতির কারণে এ দুই বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে ওই সময় ক্লাস হয়নি। তবে দুই বিশ্ববিদ্যালয়ের পূর্ব নির্ধারিত কর্মসূচী কর্মবিরতির আওতামুক্ত ছিল। চবি শিক্ষক সমিতি দাবি আদায়ে গত চার মাস ধরে বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। অপরদিকে, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি অনুরূপ কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট এবং স্বাক্ষর সংগ্রহ কর্মসূচী পালন করে। এদিকে, চুয়েটের কর্মসূচীতে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, উপ উপাাচর্য প্রফেসর মো. রফিকুল আলমসহ সমিতির বিভিন্ন সদস্য ও অন্যান্য শিক্ষক শিক্ষিকগণ অংশ নেন। এছাড়া একই দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনরূপ কর্মসূচী পালন করা হয়।
×