ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাজী জাফরের কুলখানি মঙ্গল ও শুক্রবার

প্রকাশিত: ০৫:৩৭, ৩১ আগস্ট ২০১৫

কাজী জাফরের  কুলখানি মঙ্গল ও  শুক্রবার

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৩০ আগস্ট ॥ সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত কাজী জাফর আহমদের কুলখানি ঢাকা ও কুমিল্লার চৌদ্দগ্রামে অনুষ্ঠিত হবে। আগামী মঙ্গলবার বাদ আছর গুলশান আজাদ মসজিদে এবং শুক্রবার দিনব্যাপী চৌদ্দগ্রামের চিওড়া কাজী বাড়িতে খতমে কোরান, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। রবিবার বিকালে এ তথ্য জানিয়েছেন প্রয়াতের একান্ত সহকারী গোলাম মোস্তফা। একইসঙ্গে দুটি অনুষ্ঠানে মরহুমের সূদীর্ঘ বছরের রাজনৈতিক সহকর্মী, দলীয় নেতাকর্মী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, গুণগ্রাহী ও শুভাকাক্সক্ষীদের উপস্থিত থাকার জন্য কাজী জাফরের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৭টায় ৭৬ বছর বয়সী কাজী জাফর আহমদ গুলশানের গ্রীন-চিওড়া হাউজ নামের বাসায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তির পর সকাল সাড়ে ৭টায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে শুক্রবার দিনব্যাপী টঙ্গী ও ঢাকায় ৫টি এবং শনিবার কুমিল্লা সদর, সদর দক্ষিণ, চৌদ্দগ্রাম উপজেলা সদর, চিওড়া সরকারী কলেজ মাঠে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন এবং সর্বশেষ বাদ মাগরিব চিওড়া কাজী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে ১০ম নামাজে জানাজা শেষে কাজী জাফর আহমদকে তাঁর বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয়।
×