ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

না’গঞ্জ সিটি মেয়রের বিরুদ্ধে দুর্নীতি তদন্তের চিঠি দুদককে

প্রকাশিত: ০৫:২২, ৩১ আগস্ট ২০১৫

না’গঞ্জ সিটি মেয়রের বিরুদ্ধে দুর্নীতি তদন্তের চিঠি দুদককে

জনকণ্ঠ রিপোর্ট ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির বিষয়ে তদন্ত করার জন্য চিঠি দেয়া হয়েছে দুর্নীতি দমন কমিশনকে। দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করার জন্য চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তদন্ত কমিটি এই বিষয়ে তদন্ত করার পর দুর্নীতি দমন কমিশনকে চিঠি দেয় বলে জানা গেছে। গত ২৭ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এক পত্রের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের সচিবকে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে প্রাথমিকভাবে প্রমাণিত অভিযোগসমূহের ব্যাপারে কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করে। কর্পোরেশনের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশগত উন্নয়নে নেয়া প্রকল্পের বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির তদন্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তদারকি সংস্থা আইএমইডি। প্রকল্প তদারকি সংস্থা বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) এক পরিদর্শন প্রতিবেদন দাখিল করে। চলতি বছরের ৬ এপ্রিল মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত ওই তদন্ত কমিটিকে ১৫ কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দেয়া হয়। তদন্ত কমিটির রিপোর্ট ইতোমধ্যেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদীয় কমিটির কাছেও প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
×