ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১৩ ও ১৪ নবেম্বর লন্ডনে ইউকে-বাংলাদেশ ই-কমার্স ফেয়ার

প্রকাশিত: ০৩:৪৬, ৩১ আগস্ট ২০১৫

১৩ ও ১৪ নবেম্বর লন্ডনে  ইউকে-বাংলাদেশ  ই-কমার্স ফেয়ার

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ১৩ ও ১৪ নবেম্বর লন্ডনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে-বাংলাদেশ ই-কমার্স ফেয়ার। আইসিটি ডিভিশন, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি ও কম্পিউটার জগতের যৌথ আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হবে। লন্ডন মেলায় দ্বিতীয়বারের মতো পার্টনার হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। মেলায় কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে একটি ই-ব্যাংকিং জোন থাকবে, যেখানে দেশী-বিদেশী ব্যাংক, পেমেন্ট গেটওয়েগুলো তাদর বিভিন্ন সেবা প্রদর্শন করবে। এছাড়া বাংলাদেশ ব্যাংক একটি সেমিনারের আয়োজন করবে। মেলায় ই-কমার্স ওয়েবসাইট, ই-গভ. সার্ভিস, ক্রেডিট কার্ড এ্যান্ড পেমেন্ট সার্ভিস, ব্যাংকিং সার্ভিস, ই-এডুকেশন, সফটওয়্যার এ্যান্ড হার্ডওয়্যার, রিয়েল এস্টেট, টেলিকম, কুরিয়ার/ডেলিভারি সার্ভিস, এয়ারলাইন্স, টুরিজম-ট্রাভেল এ্যান্ড হোটেল, ফ্যাশন হাউসসহ অন্যান্য ই-সেবা বিষয়ক প্রতিষ্ঠান অংশ নেবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
×