ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ভূগোল ও পরিবেশ

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:৪৯, ৩০ আগস্ট ২০১৫

নবম-দশম শ্রেণির পড়াশোনা

১. মেয়াফিস ও থেবস নগরী কোন সময়ে উৎপত্তি হয়েছিল? ক) খ্রিষ্টপূর্ব ২৫০০ অব্দ খ) খ্রিষ্টপূর্ব ৩০০০ অব্দ গ) খ্রিষ্টপূর্ব ৩৫০০ অব্দ ঘ) খ্রিষ্টপূর্ব ৪০০০ অব্দ ২. বায়োগ্যাস আমাদের দেশে সম্ভাব্য জ্বালানি র. গ্রাম অঞ্চলেও চালু করা যাবে রর. সব অঞ্চলেই করা যাবে ররর. উৎপাদন খরচ কম নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩. স্কেলের ওপর ভিত্তি করে মানচিত্রকে কয়টি ভাগে ভাগ করা হয়? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি ৪. বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমাণ কত ভাগ? ক) ২০ ভাগ খ) ২১ ভাগ গ) ২২ ভাগ ঘ) ৭৬ ভাগ ৫. বিশ্বের বিভিন্ন শহরে উচ্চ অট্টালিকা তৈরি হচ্ছে- র. প্রাকৃতিক ভিন্নতাকে প্রয়োগ করে রর. আধুনিক নকশা প্রয়োগ করে ররর. আধুনিক নির্মাণ সামগ্রী প্রয়োগ করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৬. উষ্ণ ও শীতল স্রোত মিলনের ফলাফল- র. ঘন কুয়াশা রর. ঘূর্ণিবাত ররর. ঝড় ঝঞ্চা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৭. ছায়াপথকে বিজ্ঞানীরা কেমন অনুমান করেন? ক) সর্পিলাকার মন্ডল খ) উপবৃত্তাকার মন্ডল গ) চক্রাকার মন্ডল ঘ) সরল রৈখিক মন্ডল ৮. নিচের কোনটি শিল্প গড়ে ওঠার নিয়মক নয়? ক) মূলধন খ) শক্তি সম্পদের সান্নিধ্য গ) শ্রমিক স্বল্পতা ঘ) বাজারের সান্নিধ্য ৯. নদীভাঙন বাংলাদেশে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত হওয়ার কারণ র. দেশের স্বল্প আয়তন রর. বর্ষাকালে এর করাল গ্রাস ররর. গৃহহীন হয়ে পড়া নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১০. একই জমিতে কোন কোন সময় চাষ হয়? ক) বর্ষা মৌসুমে খ) সারা বছর গ) শরৎকালে ঘ) বৈশাখে ১১. পুকুরে জলজ উদ্ভিদ জন্মালে – র. পানিতে অক্সিজেনের ঘাটতি হবে রর. কীটপতঙ্গ ক্ষতিগ্রস্ত হবে ররর. ২য় ও ৩য় শ্রেণির খাদক ক্ষতিগ্রস্ত হবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১২. পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের প্রথম পদক্ষেপ কোনটি? ক) বসতি স্থাপন খ) পরিবার গঠন গ) পেশা নির্বাচন ঘ) শিক্ষা গ্রহণ ১৩. সমভূমি থেকে মধুপুর ও ভাওয়ালের গড়ের উচ্চতা কত? ক) ৬-১২ মিটার খ) ২১ মিটার গ) ৩০ মিটার ঘ) ৩৪ মিটার ১৪. বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতের নিয়ন্ত্রণ করে- র. দিক রর. গতি ররর. প্রবাহের ধরন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৫. ঢাকার জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ- র. শিল্পায়ন ও নগরায়ন রর. সহজ ও সুলভ পরিবহন ররর. মনোরম পরিবেশ নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) র ও ররর ঘ) রর ও ররর ১৬. ২০১২ সালে জাতীয় মহাসড়কের পরিমাণ কত? ক) ৩৫৩৮ কি.মি. খ) ৪২৭৬ কি.মি. গ) ১৩২৮০ কি.মি. ঘ) ২১০৪০ কি.মি. ১৭. কোনটি সম্পদের আওতাভূক্ত- র. যার যোগান অসীম রর. যার বিনিময় মূল্য আছে ররর. যার উপযোগিতা থাকবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৮. সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? ক) বুধ খ) শুক্র গ) পৃথিবী ঘ) শনি
×