ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্লগার ও মুক্তমনা লেখকদের হত্যার হুমকি দিত মান্নান রাহি

প্রকাশিত: ০৬:২৫, ৩০ আগস্ট ২০১৫

ব্লগার ও মুক্তমনা লেখকদের হত্যার হুমকি দিত মান্নান রাহি

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার ঘটনায় আটক মান্নান রাহি বিভিন্ন সময় ব্লগার ও মুক্তমনা লেখকদের হত্যার হুমকি প্রদান করত। মান্নান একাধিক আইডির মাধ্যমে ফেসবুক ব্যবহার করত। মান্নান রাহি, মান্নান ইয়াহিয়া, মান্নান হীরা, আবুল মুহিবসহ বিভিন্ন ছদ্ম নামে অনলাইনে পরিচয় প্রদান করত। বিভিন্ন সময় ব্লগারদের হত্যার হুমকি প্রদান করে আলোচিত ফারাবি শফিউর রহমানের সঙ্গে ছিল রাহির সখ্যতা। গত ফেব্রুয়ারিতে খুন হওয়া বিজ্ঞান লেখক অভিজিত রায়কেও ‘থাবা বাবার’ পরিণতির হুমকি দিয়েছিল মান্নান রাহি। পুলিশ সূত্র জানায়, আটক মান্নান রাহী (২৪) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের ইংরেজী বিভাগের ছাত্র ছিল। উগ্রবাদী কর্মকা-ে জড়িয়ে পড়ায় পড়ালেখা শেষ করতে পারেনি সে। স্নাতক শেষ না করেই পড়াশোনা ছেড়ে দেয় রাহি। অপরদিকে তার ভাই মোহাইমিন নোমান (২১) স্থানীয় একটি মাদ্রাসা থেকে আলিম পাস করে এমসি কলেজে ভর্তি হয়। প্রাপ্ত তথ্যে দেখা যায়, অভিজিত রায় হত্যার আগে ২০১৪ সালে গ্রেফতার হওয়া ফারাবির এক স্ট্যাটাসে মান্নান রাহি কমেন্ট করে ‘ভাই এভাবে আর কতো জবাব দেবেন? থাবা বাবার পরিণতির কথা ওকে স্মরণ করিয়ে দিলেই তো হয়।’ এর প্রতি উত্তরে ফারাবি লিখে,- ‘অভিজিত রায় আমেরিকা থাকে। তাই তাকে এখন হত্যা করা সম্ভব না। তবে সে যখন দেশে আসবে তখন তাকে হত্যা করা হবে।’
×