ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২ সেপ্টেম্বরের ধর্মঘট ॥ বাম তৃণমূল পাল্টাপাল্টি চ্যালেঞ্জ

প্রকাশিত: ০৬:১৯, ৩০ আগস্ট ২০১৫

২ সেপ্টেম্বরের ধর্মঘট ॥ বাম তৃণমূল পাল্টাপাল্টি চ্যালেঞ্জ

অনলি ওয়ান মিনিট। সিপিএম চ্যালেঞ্জ দিলে তা ভাঙতে তার সময় লাগবে মাত্র এক মিনিট। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় শুক্রবার বাম দলদের এভাবেই চ্যালেঞ্জ করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী। বস্তুত তার বক্তব্যের সিংহভাগ জুড়েই ছিল বামপন্থী দলগুলোর তার দফতর নবান্ন অভিযানের বিরুদ্ধে বিষোদ্্গার। খবর আনন্দবাজার পত্রিকা ও আজকালের। নবান্ন অভিযানকে ঘিরে বৃহস্পতিবার কলকাতা ও হাওড়ার রাজপথে বাম কর্মী-সমথর্কদের সঙ্গে দফায় দফায় খ-যুদ্ধ বাধে পুলিশের। বিধানসভা ভোটের আগে সংগঠনের স্থবিরতা কাটানোই ছিল বাম নেতৃত্বের উদ্দেশ্য। এছাড়া শুক্রবার তৃণমূল নেত্রী বামদের সমালোচনা করায় বাম শিবির মনে করছে, তাদের অভিযানের উদ্দেশ্য সফল। নবান্ন অভিযানে হিংসার দায় বৃহস্পতিবার বামেদের ঘাড়েই চাপায় শাসক দল। গান্ধীমূর্তির পাদদেশে এ দিন সমাবেশ থেকে তৃণমূল নেত্রী বলেছেন, কলকাতার বুকে যে নারকীয় তা-ব হয়েছে, তা রাজনৈতিক হতাশার রাজনীতি। রাজনৈতিক লোকদের আমি রাজনৈতিকভাবে মোকাবিলা করব। ছাত্রদের বলছি, যারা গু-ামি করেছে, তাদের ছবি পাঠান। চিহ্নিত করুন। তাদের দেখতে চাই। মমতা বলেন, গু-ামি করে তৃণমূলের সঙ্গে পাল্লা দেয়া যাবে না। তিনি স্পষ্ট জানিয়ে দেন, বৃহস্পতিবার নবান্ন অভিযানের নামে নারকীয় তা-ব করেছে সিপিএম। ১৭টি বাম দল পরিকল্পিতভাবে গোলমাল করেছে। হতাশা থেকেই এই তা-ব। বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, চ্যালেঞ্জ করবেন না। এক মিনিটেই বুঝে নিতে পারি। শুধু এক মিনিট! এদিকে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করে বলেন, তিনি নাকি এক মিনিটে শেষ করে দিতে পারতেন। এটা অপরাধ জগতের ভাষা। স্বৈরাচারীর কণ্ঠস্বর। নবান্ন অভিযানে পুলিশী আক্রমণের জবাব ২ সেপ্টেম্বর সাধারণ ধর্মঘটের মধ্যে দিয়েই বাংলার মানুষ দেবেন, সেই কথাও মনে করিয়ে দেন সূর্য। তিনি হুঁশিয়ার করে বলেছেন, কাল (বৃহস্পতিবার) যা হয়েছে, তা সবে শুরু। কেন্দ্রীয় সরকারের নীতির প্রতিবাদে বাম, কংগ্রেসসহ বিভিন্ন দলের ট্রেড ইউনিয়নগুলোর ডাকা ২ সেপ্টেম্বরের ধর্মঘট, ৯-১০ সেপ্টেম্বর বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ, খাদ্য সুরক্ষা নিয়ে আন্দোলন সবই তাকে দেখতে হবে। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সরাসরি জানিয়ে দিয়েছেন, তারা ২ তারিখের ধর্মঘটকে সমর্থন করছেন।
×