ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মিসরে আল-জাজিরার তিন সাংবাদিকের কারাদণ্ড

প্রকাশিত: ০৬:১৯, ৩০ আগস্ট ২০১৫

মিসরে আল-জাজিরার তিন সাংবাদিকের কারাদণ্ড

মিসরে আল-জাজিরার তিন সাংবাদিককে প্রত্যেকের তিন বছর করে কারাদ- দিয়েছে দেশটির একটি আদালত। ‘অসত্য খবর’ প্রচারের মামলায় নতুন করে বিচারে তাঁদের এই সাজা দেয়া হয়েছে। দ- পাওয়া এই সাংবাদিকেরা হলেন অস্ট্রেলিয়ার নাগরিক পিটার গ্রিস্টে, মিসরীয় বংশোদ্ভূত কানাডার নাগরিক মোহাম্মদ ফাহমি ও মিসরীয় বাহের মোহাম্মদ। খবর বিবিসির। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ফাহমি ও বাহের। চলতি বছরের শুরুর দিকে পিটার অস্ট্রেলিয়া চলে যাওয়ায় পুনর্বিচার হয়েছে তাঁর অনুপস্থিতিতে। আল-জাজিরার এই তিন সাংবাদিককে ২০১৩ সালে গ্রেফতার করে মিসরের কর্তৃপক্ষ। তাঁদের বিরুদ্ধে ‘অসত্য খবর’ প্রচার এবং নিষিদ্ধঘোষিত সংগঠন মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়। তবে তাঁরা এ সব অভিযোগ অস্বীকার করে আসছিলেন। গত বছর এই তিন সাংবাদিককে সাত থেকে ১০ বছর পর্যন্ত কারাদ- দেয় কায়রোর একটি আদালত।
×