ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাউফলে স্বেচ্ছাসেবক লীগ নেতার প্রতিষ্ঠানে ভাংচুর

প্রকাশিত: ০৫:৫২, ২৫ জুলাই ২০১৫

বাউফলে স্বেচ্ছাসেবক  লীগ নেতার প্রতিষ্ঠানে ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী, ২৪ জুলাই ॥ বাউফলে এক স্বেচ্চাসেবক লীগের নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের হাসপাতাল রোড এলাকায় এ ঘটনা ঘটেছে। উপজেলা ছাত্রলীগের এক নেতার ওপর হামলার জের ধরে ওই ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালানো হয়। জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে পূর্বনির্ধারিত একটি সমাবেশ শেষ করে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান ১৫-২০ জন কর্মী-সমর্থকসহ বগা বন্দরে যাচ্ছিলেন। এ সময় শহরের কুন্ডুপট্টি এলাকায় বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল সমর্থিত ছাত্রলীগের ১০-১২ জন কর্মী-সমর্থক তাদের পিটিয়ে জখম করে। এ ঘটনার জের ধরে ওই দিন রাত ৮টার দিকে চীফ হুইপ আসম ফিরোজ সমর্থিত ২০-২৫ জন কর্মী-সমর্থকরা হাসপাতাল রোড এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সিপনের সেব ডায়াগনস্টিকে হামলা চালিয়ে ভাংচুর করে এবং তারা মেয়র জিয়াউল হক জুয়েলের ঈদ উপলক্ষে নির্মিত কয়েকটি তোরণও ভাংচুর করে। এ ঘটনার প্রেক্ষিতে শুক্রবার বিকেলের দিকে স্থানীয় সাংবাদিকদের কাছে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার। তিনি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসানের ওপর হামলার ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে মেয়র সমর্থিতরা ওই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করেছে।
×