ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দলিল করতে দেরি হওয়ায় হাত-পা বেঁধে বেধড়ক পিটুনি

প্রকাশিত: ০৫:৫১, ২৫ জুলাই ২০১৫

দলিল করতে দেরি  হওয়ায় হাত-পা  বেঁধে বেধড়ক পিটুনি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৪ জুলাই ॥ দলিল সম্পন্ন করতে দেরি হওয়ায় পিছমোড়া করে বেঁধে বেধড়ক মারধর করা হয়েছে দলিল লেখক নাসির উদ্দিনকে (৩৪)। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। বৃহস্পতিবার রাতে মহিপুর মৎস্যবন্দরের একটি আড়তে নাসিরকে আটক করে মারধর করা হয়। নাসির উদ্দিন জানান, মহিপুরের প্রভাবশালী মৎস্য ব্যবসায়ী ও ইউপি সদস্য নিমাই চন্দ্র তার একটি জমির দলিল করে দেয়ার জন্য এক মাস আগে তাকে টাকা প্রদান করেন। ইতোমধ্যে একটি পারিবারিক মামলায় নাসিরকে হাজতবাস করতে হয়। ফলে দলিলের কাজটি সম্পাদন করতে পারেননি। এর জের ধরে নিমাই চন্দ্রের পুত্র সুমন (৩০) রাত সাড়ে এগারোটার সময় নাসিরকে ধরে তাদের মাছের আড়তে নিয়ে যায়। সেখানে উপস্থিত নিমাই চন্দ্র, তার আরেক ছেলে কিরন (৩৮) এবং আড়ত কর্মচারী কালাম, মামুন, মনির নাসিরের হাত পিছমোড়া করে বেধড়ক মারধর করে। এ ব্যাপারে নিমাই চন্দ্র জানান, দলিল করে দেবার জন্য দশ মাস পূর্বে নাসিরকে ষাট হাজার টাকা দেয়া হয়। কিন্তু দলিল করে না দিয়ে সে বিভিন্ন টালবাহানা করতে থাকে। রাতে টাকা দেয়ার জন্য বলা হলে, নাসির আড়তে এসে বাকবিত-া ও হাতাহাতিতে লিপ্ত হয়।
×