ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তুরস্কে বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনায় শেখ হাসিনার তীব্র নিন্দা

প্রকাশিত: ০৭:২৯, ২২ জুলাই ২০১৫

তুরস্কে বোমা বিস্ফোরণে  হতাহতের ঘটনায়  শেখ হাসিনার  তীব্র নিন্দা

কূটনৈতিক রিপোর্টার ॥ তুরস্কে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় বিপুল সংখ্যক হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তীব্র নিন্দা প্রকাশ করেছেন। তুরস্কের প্রধানমন্ত্রী প্রফেসর ড. আহমেত দাভুতুগলুর কাছে পাঠানো এক বার্তায় তিনি এ ধরনের ঘৃণ্য-বর্বর সন্ত্রাসী হামলার বিরুদ্ধে বাংলাদেশের জোর অবস্থান ও লড়াইয়ের কথা তুলে ধরেছেন। মঙ্গলবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, সোমবার তুরস্কে বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুনলিয়ারফাতে সুরাক সাংস্কৃতিক কেন্দ্রে বোমা বিস্ফোরণে ৩১ জন নিহত ও শতাধিক আহত হওয়ার ঘটনায় তিনি মর্মাহত। তিনি বলেন, এ দুঃখজনক ঘটনায় তুরস্কের প্রধানমন্ত্রী ও নিহত আহতদের পরিবারের পাশাপাশি তুরস্কের সব শ্রেণীর মানুষের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আমরা এ ধরনের হীন ও ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা জানাই।
×