ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আষাঢ়ে পর্যাপ্ত বৃষ্টিপাত ॥ ব্যস্ত কৃষক

উত্তরাঞ্চলে আমন চাষের ধুম

প্রকাশিত: ০৬:৩৮, ২২ জুলাই ২০১৫

উত্তরাঞ্চলে আমন চাষের ধুম

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীসহ রংপুর কৃষি অঞ্চলের ৫ জেলায় এখন আমন চাষের ধুম লেগেছে। সবগুলো গ্রাম ও তিস্তা, ব্রহ্মপুত্রসহ সকল নদী বেষ্টিত চরের জমিগুলোতে চলছে কৃষক, কামলার ব্যস্ত হাতে চারা রোপণ। আমনের বাম্পার ফলন ঘরে তুলতে যেদিকে চোখ যায়, সেদিকেই দৃষ্টি কাড়ে কৃষকের ব্যস্ততা। ৫ লাখ ৬১ হাজার ২৩৯ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নিয়ে উত্তরবঙ্গের রংপুর কৃষি অঞ্চলে এবার রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বিগত মৌসুমগুলোর চেয়ে এবার বৃষ্টির পরিমাণ বেশি, সময়মতো বীজতলা তৈরি ও সবমিলিয়ে অনুকূল পরিবেশ পেয়ে এবার আমন আবাদ নিয়ে চাষীরাও খুশি। তাই জমিতে আমনের চারা রোপণে মহাব্যস্ত সময় পার করছে তারা। আষাঢ় মাসে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় কৃষকরা রোপা আমনের জমি প্রস্তুত করে। জুন মাসে গড়ে প্রায় ৯শ’ মিলিমিটার বৃষ্টিপাত হয়। চলতি জুলাই মাসে এ পর্যন্ত (২১ জুলাই) গড়ে ৫শ’ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ফলে আমনের চারা রোপণে কৃষকদের পানি সঙ্কটের কবলে পড়তে হচ্ছে না। গতবছর অতিমাত্রায় বৃষ্টিপাত ও বন্যার কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী কৃষকরা আমন উৎপাদন করতে পারেনি। রংপুর কৃষি অঞ্চলের অতিরিক্ত পরিচালক মহম্মদ মহসিন জানান, চলতি রোপা আমন মৌসুমে রংপুর কৃষি অঞ্চলের ৫ জেলায় ৫ লাখ ৬১ হাজার ২৩৯ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হাইব্রিড জাত ১৭ হাজার ৩৬৫, উফশীজাত ৫ লাখ ৯ হাজার ৩৫৯ ও স্থানীয় জাত ৩৪ হাজার ৫১৫। একই সূত্রমতে জেলাওয়ারী আমন চাষের লক্ষ্যমাত্রা হলো নীলফামারীতে ১ লাখ ১১ হাজার ২২৩ হেক্টর, রংপুরে ১ লাখ ৬২ হাজার ৫৭৬ হেক্টর, লালমনিরহাটে ৭৯ হাজার ৯৯ হেক্টর, গাইবান্ধায় ১ লাখ ১৯ হাজার ৯৪৫ হেক্টর ও কুড়িগ্রামে ৮৮ হাজার ৩৯৬ হেক্টর। মঙ্গলবার পর্যন্ত এই ৫ জেলায় ১ লাখ ৫০ হাজার ৪০ হেক্টর জমিতে আমনের চারা রোপণ সম্পন্ন করেছে কৃষক। আমন আবাদের রোপণ চলছে ১৫ আগস্ট পর্যন্ত। কৃষকরা জানায়, পবিত্র রমজান মাস ও ঈদ-উল-ফিতর শেষে সকল কৃষক এখন আমন আবাদে মাঠে নেমে পড়েছে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী চারা রোপণ শেষ করা হবে। তাই এখন আর দম ফেলার ফুরসত নেই।
×