ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

২শ’ কোটি টাকার বন্ড ছাড়বে বিএসআরএম স্টিল

প্রকাশিত: ০৬:৩২, ২২ জুলাই ২০১৫

২শ’ কোটি টাকার বন্ড ছাড়বে বিএসআরএম স্টিল

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিল বন্ড ইস্যু করার জন্য ইজিএম আহ্বান করেছে। কোম্পানি ২০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ইস্যু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বিএসআরএম স্টিল বন্ড ইস্যুর মাধ্যমে মূলধন বাড়ানো, ঋণ পরিশোধ এবং বিএসআরএম পাওয়ার প্রজেক্টে বিনিয়োগ করবে। এ জন্য কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৫ আগস্ট, মঙ্গলবার বিকেল ৪টায়। ইজিএমের ভেন্যু সরণিকা কমিউনিটি সেন্টার, ১৩, লাভ লেন, চট্টগ্রাম। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ জুলাই বুধবার। ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর মুনাফা কমেছে অর্থনৈতিক রিপোর্টার ॥ খাদ্য ও আনুসঙ্গিক খাতের কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির (বিএটিবিসি) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৬ টাকা ৫ পয়সা। যা আগের বছরের তুলনায় ৩ দশমিক ৮০ শতাংশ কম। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৪৭ টাকা ৮৭ পয়সা। কোম্পানিটির অর্ধবার্ষিকী প্রান্তিকের (জানুয়ারি, ১৫-জুন, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। ডিএসই সূত্রে জানা গেছে, হিসাব বছরের প্রথম ৬ মাসে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা করেছে ২৭৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটি মুনাফা করেছিল ২৮৭ কোটি ২২ লাখ ৭০ হাজার টাকা।
×