ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এএফসি কাপে শেখ জামাল ধানমণ্ডি

প্রকাশিত: ০৪:৩৭, ২২ জুলাই ২০১৫

এএফসি কাপে শেখ জামাল ধানমণ্ডি

স্পোর্টস রিপোর্টার ॥ গত ২৯ জুন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সদর দফতর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় ‘২০১৬ এএফসি কাপ’-এর গ্রুপিং ড্র। এতে ‘বি’ গ্রুপে পড়ে বাংলাদেশের শীর্ষ ক্লাব শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লিমিটেড। তাদের অপর দুই প্রতিপক্ষ হলো কিরগিজস্তানের এফসি আলগা বিশকেক এবং ম্যাকাওয়ের এসএল বেনফিকা ডি ম্যাকাও ক্লাব। খেলা হবে কিরগিজস্তানে। খেলার তারিখ ঠিক হলেও সময় এবং ভেন্যু এখনও নির্ধারণ করা হয়নি। শেখ জামাল তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী ১২ আগস্ট বেনফিকা এবং ১৫ আগস্ট আলগার বিপক্ষে। গ্রুপ ‘এ’ তে আছে ভুটানের ড্রুক ইউনাইটেড এফসি (স্বাগতিক), মঙ্গোলিয়ার খরমকন ও পাকিস্তানের কে-ইলেকট্রিক এফসি। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে প্লে অফ পর্বে। তারপর খেলবে যথাক্রমে গ্রুপ পর্বে এবং নকআউট (চূড়ান্ত পর্ব) পর্বে। গত আসরে শেখ রাসেল ক্রীড়াচক্রকে প্লে অফ ম্যাচ খেলতে হলেও এএফসি এবার ক্লাবগুলোকে বেশি ম্যাচ খেলার সুযোগ দিতে তিনটি করে দল নিয়ে গ্রুপ পর্ব পদ্ধতি প্রচলন করেছে, তুলে দিয়েছে প্রেসিডেন্টস কাপ। কিরগিজস্তানগামী শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেডের ১০ অফিসিয়াল ও ২৪ খেলোয়াড়ের প্রাথমিক নামের তালিকা ঘোষিত হয়েছে মঙ্গলবার। খেলোয়াড়রা হলেন- মাজহারুল ইসলাম, মাকসুদুর রহমান, শহীদুল আলম, ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্না, রায়হান হাসান, মোহাম্মদ লিংকন, ইয়াসিন খান, নাসির উদ্দিন চৌধুরী, দিদারুল হক, কেষ্ট কুমার বোস, মামুনুল ইসলাম, জামাল ভুঁইয়া, সোহেল রানা, এনামুল হক শরীফ, মোনায়েম খান রাজু, শেখ আলমগীর কবির রানা, শাখাওয়াত হোসেন রনি, তকলিস আহমেদ, রুবেল মিয়া, ওয়েডসন এ্যানসেলমে, এমেকা ডার্লিংটন অনুহা, ল্যান্ডিং ডার্বোয়ে, কাবিরু আবদুল্লাহি মুসা ও চিদোজি জনসন। দলের স্টাফরা হলেন- জোসেফ আফুসি (কোচ), মাসুদ পারভেজ কায়সার (সহকারী কোচ), আনোয়ারুল করিম হেলাল (ম্যানেজার), আশরাফউদ্দিন আহমেদ (দলনেতা), ভিক্টর এরিয়েল কোলম্যান (ফিজিক্যাল ট্রেনার), হোসেন মোঃ সাইফুজ্জামান (ফিজিও), শহীদুল ইসলাম (ম্যানেজার এডমিন), মাহমুদ হাসান খান (ইভেন্ট ম্যানেজার), শেখ মোঃ দীপু (ফটোগ্রাফার) ও শরীফুল হোসেন সুজন (বল বয়)। হাসপাতাল ছাড়লেন পেলে স্পোর্টস রিপোর্টার ॥ পিঠের সফল অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলে। মঙ্গলবার ৭৪ বছর বয়সী জীবন্ত কিংবদন্তিকে সাওপাওলোর দ্য এ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে বাসায় ফেরার অনুমতি দেয়া হয়। পেলে স্নায়ুর সমস্যায় ভুগছিলেন। হাসপাতালে তার মেরুদ-ে অস্ত্রোপচার করা হয়। চলতি বছরের মে মাসে মূত্রথলিতে অপারেশন করেছিলেন তিনবারের বিশ্বকাপজয়ী এই তারকা। এর আগেও কিডনির সমস্যার জন্য ভর্তি হয়েছিলেন হাসপাতালে। অস্ত্রোপচার করে তখন কিডনি থেকে পাথর অপসারণ করা হয়েছিল। পেলের কিডনি এখন একটি। খেলোয়াড়ি জীবনের শেষে তার শরীর থেকে একটি কিডনি অপসারণ করা হয়। এ নিয়ে ?তৃতীয়বার একই হাসপাতালে চিকিৎসা নিলেন পেলে। ফিফার শতাব্দী সেরা খেলোয়াড় পেলে ২১ বছরের ক্যারিয়ারে ১৩৬৩ ম্যাচে ১২৮১ গোল করেন। ব্রাজিলের হয়ে খেলা ৯১ ম্যাচে তার গোল ৭৭। বিশ্বকাপে খেলা ১৪ ম্যাচে ১২ গোল করেন পেলে। ১৯৭০ সালের আসরে সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল পুরস্কারও জয় করেন।
×