ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেরেনারও বিশ্রাম প্রয়োজন!

প্রকাশিত: ০৬:৫০, ২১ জুলাই ২০১৫

সেরেনারও বিশ্রাম প্রয়োজন!

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিয়ারের সোনালি সময় সেরেনা উইলিয়ামস। সম্প্রতি ‘সেরেনা সøাম’ জিতে বয়সকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন তিনি। ২১ গ্র্যান্ডসøাম জয়ী সেরেনা উইলিয়ামস উইম্বল্ডনের পর সুইডিশ ওপেনেও দারুণ শুরু করেছিলেন। কিন্তু দ্বিতীয় পর্বেই বাদ সাধল চোট। যে কারণেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। মূলত কনুইর ইনজুরির কারণেই এক সপ্তাহ সব ধরনের খেলাধুলা থেকে বিরত থাকতে হবে তাকে। এ বিষয়ে সেরেনা উইলিয়ামস তার ফেসবুক পেজে বলেন, ‘ভক্ত-অনুরাগীদের জানাচ্ছি যে গত ৮ কিংবা তারও বেশি সপ্তাহ দারুণ কেটেছে আমার। কিন্তু এখন আমাকে কিছুটা সময় দিতে হবে কনুইয়ের চোট থেকে মুক্তি পাওয়ার জন্য।’ আগামী মাসেই শুরু হবে মৌসুমের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেন। মৌসুমের চতুর্থ গ্র্যান্ডসøাম জিততে পারলে আরেকটি মাইলফলক স্পর্শ করবেন সেরেনা উইলিয়ামস। তা হলো ক্যালেন্ডার সøাম জয়ের অবিস্মরণীয় কীর্তি। তবে চোট কাটিয়ে ক্যালেন্ডার সøাম জিততে দারুণ আশাবাদী আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি। এ বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে দারুণ আত্মবিশ্বাসী যে, বাকি গ্রীষ্মের জন্য আমি প্রস্তুত হতে পারব। এখন আমার কনুই চোট থেকে মুক্তি পাওয়াটা খুবই জরুরী। তাই বাধ্য হয়েই আমাকে এক সপ্তাহের জন্য বিশ্রামে যেতে হচ্ছে।’ তেত্রিশ বছর বয়সী সেরেনা উইলিয়ামস সম্প্রতি উইম্বল্ডনের ষষ্ঠ শিরোপা জয়ের স্বাদ পান। স্পেনের গারবিন মুগুরুজাকে পরাজিত করে উইম্বল্ডনের ষষ্ঠ এবং ক্যারিয়ারের ২১তম মেজর শিরোপা নিজের শোকেসে তুলেন তিনি। দ্বিতীয়বারের মতো সেরেনা সøাম জয়েরও কীর্তি গড়েন কৃষ্ণকলি। ইউএস ওপেন জিততে পারলেই ক্যালেন্ডার সøাম জয়ের রেকর্ড গড়বেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা। শুধু তাই নয় টেনিসের উন্মুক্ত যুগে স্টেফিগ্রাফের ২২ গ্র্যান্ডসøাম জয়ের রেকর্ডকেও স্পর্শ করবেন তিনি। এরপর তার সামনে থাকবে কেবল মার্গারেট কোর্ট। যিনি ২৪ গ্র্যান্ডসøাম জিতে সবার উপরে অবস্থান করছেন। গত মৌসুমে ইউএস ওপেন জিতেই বছর শেষ করেছিলেন সেরেনা। এরপর থেকেই টেনিস কোর্টে এককভাবে রাজত্ব করছেন তিনি।
×