ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হঠাৎ মুটিয়ে গেলে ...

প্রকাশিত: ০৫:৫৩, ২১ জুলাই ২০১৫

হঠাৎ মুটিয়ে গেলে ...

হঠাৎ মুটিয়ে গেছেন। ব্যায়াম করছেন তবু শরীরের মেদ কমছে না। এদের জন্য দুঃসংবাদ। লন্ডনের কিংস কলেজের একদল বিজ্ঞানীর মতে, অতিরিক্ত মোটা হওয়া লোকদের পক্ষে আগের ওজনে ফিরে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তাদের গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত মোটা হওয়া পুরুষদের বেলায় আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসার হার ২১০ জনে মাত্র একজন। অপরদিকে নারীদের ক্ষেত্রে এ হার ১২৪ জনে একজন। গবেষণা দলটির প্রধান ডাঃ এলিসন ফিলদেস বলেন, বর্তমানে অতিরিক্ত ওজন কমানোর প্রচলিত পদ্ধতি ব্যর্থ হচ্ছে। শরীর থেকে ক্যালরির পরিমাণ কমানোর মাধ্যমে অতিরিক্ত ওজন হ্রাসের চেষ্টা ব্যর্থ হচ্ছে। তিনি আরও বলেন, এর পরিবর্তে বরং অতিরিক্ত ওজন বৃদ্ধি ঠেকানো ও ওজন হ্রাসে রুটিন মেনে চলা উচিত। সম্প্রতি একদল গবেষক অতিরিক্ত মোটা হওয়ার পর আবার স্বাভাবিক ওজনে ফিরে আসা সম্ভব কিনা তা নিয়ে গবেষণা করেন। এ গবেষণাটি আমেরিকান জার্নাল অব পাবলিক হেলথে প্রকাশ করা হয়েছে। গবেষণায় ইলেক্ট্রনিক পদ্ধতিতে হিসাব রাখা ২ লাখ ৭৮ হাজার ৯৮২ নর-নারীর ওজনের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত ওই তথ্য হিসাব করা হয়। তবে রোগের কারণে অতিরিক্ত ওজনের সমস্যায় পড়া লোকদের ক্ষেত্রে ওজন কমার হার কিছুটা বেশি। এ ধরনের ১২৯০ পুরুষের মধ্যে একজনের ওজন কমে। অপরদিকে নারীদের ক্ষেত্রে এ হার ৬৭৭ জনে এক। ডাঃ ফিলদেস বলেন, এ ক্ষেত্রে মানুষ তার শরীরের ৫ শতাংশ ওজন হারায়। তবে পরবর্তী পাঁচ বছরের মধ্যে পুরুষদের মধ্যে ১২ জনে একজন ও নারীদের মধ্যে ১০ জনে একজন তাদের হারানো ওজন ফিরে পান। সুত্র: ইন্টারনেট
×