ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বকেয়া বেতন-ভাতা না পেয়ে রূপগঞ্জে পোশাক শ্রমিকদের কারখানা ভাংচুর

প্রকাশিত: ০৮:০১, ১৭ জুলাই ২০১৫

বকেয়া বেতন-ভাতা না পেয়ে রূপগঞ্জে পোশাক শ্রমিকদের কারখানা ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৬ জুলাই ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বকেয়া বেতন-ভাতার দাবিতে একটি রফতানিমুখী পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে এর জের ধরে। উত্তেজিত শ্রমিকরা কারখানার ভেতর ব্যাপক ভাংচুর করে। বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকার সিকদার এ্যাপারেলস লিমিটেড নামে পোশাক কারখানায় শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দেয়। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, সিকদার এ্যাপারেলস পোশাক কারখানায় প্রায় ৬ শতাধিক শ্রমিক কাজ করে। শ্রমিকদের গত জুন মাসের বেতন-ভাতা, কর্মচারী ও কর্মকর্তাদের গত মে-জুন মাসের বেতন-ভাতা বাকি রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করার কথা ছিল। কিন্তু শ্রমিক ও কর্মচারী-কর্মকর্তাদের বেতন-ভাতা না দিয়ে মালিকপক্ষ টালবাহানা শুরু করে। পরে রাত আটটার দিকে বেতন-ভাতা না পাওয়ায় শ্রমিকদের মাঝে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে শ্রমিকরা দফায় দফায় বিক্ষোভ শুরু করেন। পরে কারখানার ভেতরে বেশ কয়েকটি কক্ষের জানালার কাঁচ ভাংচুর করে। পরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে শ্রমিক ও কর্মচারী-কর্মকর্তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শ্রমিকরা জানান, আর দুদিন পর পবিত্র ঈদ। বেতন-ভাতা না পাওয়ায় তারা বাড়ি ফিরে যেতে পারছেন না।
×