ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হুতি বিদ্রোহীদের জন্য বড় আঘাত

ইয়েমেন বাহিনীর দখলে এডেন বিমানবন্দর

প্রকাশিত: ০৬:৩৩, ১৬ জুলাই ২০১৫

ইয়েমেন বাহিনীর দখলে এডেন বিমানবন্দর

সৌদি আরব নেতৃত্বাধীন জোট সমর্থিত ইয়েমেনি বাহিনী হুতি বিদ্রোহীদের কাছ থেকে এডেনের আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্দখল করেছে। মানবিক কারণে আহূত যুদ্ধ বিরতি ব্যর্থ হওয়ার পর এ বন্দর শহরে তীব্র লড়াই সংঘটিত হয়েছে। ইয়েমেনের নির্বাসিত সরকার এ কথা বলেছে। খবর আলজাজিরা, ডন ও এএফপি অন লাইনের । সৌদি আরবে নির্বাসিত প্রেসিডেন্ট আবদু রাব্বু মনসুর হাদি সমর্থিত বাহিনী মঙ্গলবার এডেনের খোরমাকসার এলকারও দখল নিয়েছে। বিভিন্ন ত্রাণ সূত্র বলেছে বন্দর এলাকায় লড়াই চলছে। ইয়েমেনি বাহিনীর এ অগ্রযাত্রা হুতি বিদ্রোহীদের জন্য এক বড়ো ধরনের আঘাতস্বরূপ। তারা এডেনের এ অংশে মূলত বন্দী হয়ে পড়েছে। শহরের অন্যান্য এলাকায় বাসিন্দারা মঙ্গলবার বিদ্রোহী বাহিনী বিরোধীদের অগ্রযাত্রায় রাস্তায় নেমে উল্লাস করেছে। মঙ্গলবারের আক্রমণ অভিযানে সহায়তা করেছে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা। জোট গত কয়েকদিন ধরেই হুতি অবস্থানগুলো লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। ইয়েমেনি সরকারের মুখপাত্র রাজেহ বাদি বলেছেন, ইয়েমেনি বাহিনী ও পপুলার রেজিস্ট্যান্ট বাহিনীর সৈন্যরা জোটের প্রত্যক্ষ সহযোগিতায় এডেন আন্তর্জাতিক বিমান বন্দর ও খোরমাকসার থেকে হুতি ও সালেহ সমর্থিতদের হটিয়ে দিয়েছে। তিনি বলেন, তার আশা আগামী কয়েক দিনের মধ্যেই এডেন থেকে হুতিদের সম্পূর্ণভাবে হটিয়ে দেয়া হবে। খাদ্য, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যের মারাত্মক সঙ্কটের সম্মুখীন এডেন শহরে ত্রাণ সরবরাহের জন্য জাতিসংঘের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি মঙ্গলবার অচল হয়ে পড়ে। সৌদি আরব ওই দিন বলেছে তারা যুদ্ধবিরতি মানে না এবং বিমান হামলা অব্যাহত রাখবে। রিয়াদের এ সিদ্ধান্ত গ্রহণের পরই যুদ্ধবিরতি ভেঙ্গে পড়ে। সাউদার্ন পপুলার রেজিস্ট্যান্সের মুখপাত্র আলী আল আহমদি বলেছেন, সেনারা ভোরে বিভিন্ন অবস্থান থেকে এডেনের দিকে অগ্রসর হলে লড়াই শুরু হয়।
×