ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাতক্ষীরায় সোনালী ব্যাংকের ভেতরে দুই প্রহরীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৬:০৭, ১৬ জুলাই ২০১৫

সাতক্ষীরায় সোনালী ব্যাংকের ভেতরে দুই প্রহরীকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরার কলারোয়ার সোনালী ব্যাংক শাখায় ডাকাতির চেষ্টাকালে দুই নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা । নিহত দুই প্রহরীর নাম জাহাঙ্গীর হোসেন ও আসাদ । তারা আনসার সদস্য হিসেবে অতিরিক্ত দায়িত্বে ছিলেন। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জানান, মঙ্গলবার গভীর রাতে দুর্র্বৃত্তরা ব্যাংকের ভেতর ঢুকে দুই প্রহরীকে হত্যা করেছে। ব্যাংকের গেট ভাঙ্গা বা তালা ভাঙ্গার কোন চিহ্ন মেলেনি’। এমনকি ব্যাংকের কোন টাকাও খোয়া যায়নি। ব্যাংকের ভেতরে কাগজপত্র ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া গেছে। কলারোয়া থানার সাব ইন্সপেক্টর (এসআই) মোয়াজ্জেম হোসেন জানান ‘লাশ দুটি ব্যাংকের সিঁড়িতে পড়েছিল । দুর্বৃত্তদের চিনে ফেলায় তারা ব্যাংক লুট করতে না পেরে তাদের কুপিয়ে হত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে। নিহত জাহাঙ্গীর (৩২) কলারোয়া উপজেলার ঝাঁপাঘাট গ্রামের কায়ূম শেখের ছেলে। অপরদিকে আসাদ (২৫) সাতক্ষীরা সদর উপজেলার হরিশপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে বলে জানায় পুলিশ। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন জানান হত্যার কারণ এখনও জানা যায়নি। রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখার ডিজিএম খান শহিদুল ইসলাম জানান, ব্যাংকে ডাকাতির চেষ্টাকালে এই দুই প্রহরী বাধা দেয়ায় এ হত্যার ঘটনাটি ঘটেছে। তিনি আরও জানান, এ সময় ব্যাংকের ভল্ট ভাংতে না পারায় কোন টাকা নিতে পারেনি।
×