ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভালবাসায় বোকার তেভেজ বরণ

প্রকাশিত: ০৫:৩৫, ১৫ জুলাই ২০১৫

ভালবাসায় বোকার তেভেজ বরণ

স্পোর্টস রিপোর্টার ॥ দেশের টানে, প্রাণের টানে সেই শৈশবের ক্লাবে ফিরেছেন কার্লোস তেভেজ। আর্জেন্টিনার এই তারকা ফুটবলার ইংল্যান্ড, ইতালি ঘুরে ফের ফিরেছেন স্বদেশী ক্লাব বোকা জুনিয়র্সে। যে ক্লাবের হাত ধরেই আজ তেভেজের বিশ্বসেরা হয়ে ওঠা। তাই তো প্রিয় তারকার ঘরে ফেরা নিয়ে রীতিমতো উৎসবমুখর হয়ে উঠেছিল বোকা জুনিয়র্স। প্রিয় তারকাকে মঙ্গলবার ক্লাব কর্মকর্তা ও সমর্থকরা বরণ করে নিয়েছেন ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায়। তেভেজ বরণ অনুষ্ঠানে বোকার মাঠে উপস্থিত ছিলেন ৪০ হাজার ভক্ত-সমর্থক। শুধু তাই নয়, তারকা এই ফরোয়ার্ডকে বরণ করে নিতে উপস্থিত ছিলেন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনাও। বোকার ১০ নম্বর জার্সি গায়ে জড়িয়ে মাঠে ফুটবল নৈপুণ্যও প্রর্দশন করেন ৩১ বছর বয়সী তেভেজ। বোকায় ফিরে আবেগাপ্লুত তেভেজ বলেন, আমি সব সময় ভেবেছি একদিন ফিরে আসব বোকায়। এখানে ফিরতে পেরে আমি খুশি ও আনন্দিত। সমর্থকরা আমাকে যেভাবে বরণ করে নিয়েছেন এ জন্য আমি কৃতজ্ঞ। ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস ছেড়ে আসা এই তারকা আরও বলেন, বোকা ছাড়ার সময় আমার বয়স ছিল ২০ বছর। এখন আমার বয়স ৩১ বছর, আমি এখন অনেক অভিজ্ঞ। আমি তরুণ ফুটবলারদের জন্য উদাহারণ হতে চাই। এই মুহূর্তে আমি সেরা ফর্মেই আছে। অবশ্য এ্যাটলেটিকো মাদ্রিদ কোচ দিয়াগো সিমিওন আমার প্রতি আগ্রহ দেখানোয় আমি তাকে ধন্যবাদ জানাই। তবে আমার পছন্দ বোকা, এটা আমার ঘর। কিংবদন্তি ম্যারাডোনাও চেয়েছিলেন তেভেজে বোকায় ফিরুক। ম্যারাডোনা নিজেও একসময় বোকায় খেলেছেন। তেভেজের ফেরার অনুষ্ঠানে ম্যারাডোনা বলেন, আমি চেয়েছিলাম সে (তেভেজ) বোকায় ফিরে আসুক। আর এটা হওয়ায় আমি খুশি। ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস ছেড়ে আসছে মৌসুম থেকে ঘরের মাঠ বোকা জুনিয়র্সের হয়ে খেলবেন তেভেজ। তিনি ক্যারিয়ারও শুরু করেছিলেন এই ক্লাবের হয়ে। পরবর্তীতে তেভেজ ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের হয়ে মাঠ মাতান। ৩১ বছর বয়সী এই তারকা গত মৌসুম শেষে স্প্যানিশ ক্লাব এ্যাটলেটিকো মাদ্রিদে খেলার প্রস্তাব পেয়েছিলেন। গত মৌসুমে জুভেন্টাসের হয়ে দারুণ একটি বছর পার করেছেন। তারপরও অন্য কোন ক্লাবে নয়, শৈশবের ক্লাবেই ফিরেছেন তিনি। ২০০৪ সালে বোকা থেকে ইংল্যান্ডের ওয়েস্টহ্যামে নাম লেখান তেবেজ। এরপর একে একে তিনি খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসে। প্রায় এক যুগের ঘুরপাক শেষে তিনি ফের ফিরেছেন নিজ ঘরে। আগামী সপ্তাহে বোকার হয়ে মাঠে নামবেন তেভেজ। নিজের প্রত্যাবর্তন ম্যাচে তিনি খেলবেন কুইলমেসের বিপক্ষে। জুভেন্টাসের হয়ে দুর্দান্ত খেলার স্বীকৃতি হিসেবে দীর্ঘদিন পর জাতীয় দল আর্জেন্টিনার ফেরেন তেভেজ। খেলেছেন কোপা আমেরিকা ফুটবলে। পারফর্মেন্সও মন্দ ছিল না। এরপরও তেভেজকে সেমিফাইনাল ও ফাইনালে খেলাননি আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো। যার খেসারতও দিতে হয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। অনেকের দৃষ্টিতে, তেভেজকে খেলালে হয়ত ২২ বছরের শিরোপা খরা ঘুচত আর্জেন্টিনার। জুভাদের জার্সিতে তেভেজ ছিলেন দারুণ ধারাবাহিক। এরপরও ইতালির মায়া ছেড়ে তিনি ফিরেছেন স্বদেশী ক্লাবে। এখন দেখার নিজেকে কেমন মেলে ধরেন।
×