ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যে স্থূলতা রোধে কোমল পানীয়র ওপর ২০% করারোপের প্রস্তাব

প্রকাশিত: ০৫:২৭, ১৫ জুলাই ২০১৫

যুক্তরাজ্যে স্থূলতা রোধে কোমল পানীয়র ওপর ২০% করারোপের প্রস্তাব

যুক্তরাজ্যে স্থূলতা রোধের লড়াইয়ে মিষ্টি কোমল পানীয়ের ওপর বাড়তি ২০ শতাংশ করারোপের প্রস্তাব দিয়েছেন চিকিৎসকরা। যুক্তরাজ্যে স্থূলতার হার বাড়ছে। ব্রিটিশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের (বিএমএ) হিসাব মতে, এ সমস্ত কোমল পানীয়র কারণে প্রতিবছর ৭০ হাজার মানুষের অকাল মৃত্যু ঘটে। সে কারণে মানুষের খাদ্য তালিকা থেকে মিষ্টি কোমল পানীয় বাদ দেয়ানোর জন্য চিকিৎসকরা এর ওপর অন্তত পক্ষে ২০ শতাংশ করারোপের প্রস্তাব করেছেন। এতে মানুষ কোমল পানীয় পান করবে কম। করারোপের ফলে দুই লিটারের মিষ্টি কোমল পানীয়র দাম ১ দশমিক ৮৫ পাউন্ড থেকে ২ দশমিক ২২ পাউন্ডে দাঁড়াবে। -বিবিসি
×