ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে র‌্যাবের অভিযানে পৌনে তিন লাখ পিস ইয়াবা উদ্ধার, আটক ৫

প্রকাশিত: ০৪:১৪, ১৫ জুলাই ২০১৫

কক্সবাজারে র‌্যাবের  অভিযানে পৌনে তিন লাখ পিস ইয়াবা উদ্ধার, আটক ৫

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ র‌্যাব সদস্যরা অভিয়ান চালিয়ে প্রায় ১১ কোটি টাকা মূল্যের ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার ও পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার ভোরে কলাতলী থেকে ১০ নটিক্যাল মাইলের মধ্যে সমুদ্রে র‌্যাব কক্সবাজার ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালায়। র‌্যাব সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে ইয়াবার বড় বড় চালান মাছ ধরার ট্রলারযোগে চট্টগ্রামে নিয়ে যায়। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ জানতে পারে যে, একটি মাছ ধরার ট্রলারযোগে বিপুল পরিমাণ ইয়াবার চালান মিয়ানমার হতে চট্টগ্রামের দিকে যাচ্ছে। এ খবর পেয়ে র‌্যাব সদস্যরা অভিযানে নামে সমুদ্রে। এতে উদ্ধার করা হয়েছে ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা। জব্দ করা হয়েছে ইয়াবা বহনকারী ট্রলারটিও। এ সময় গ্রেফতার করা হয়েছে মোঃ সিরাজ, মোঃ মফিজুল ইসলাম, মো: আব্দুর রহিম, মোঃ মাহমুদ হোসেন ও মোঃ আব্দুল গফুর নামে ৫ ব্যক্তিকে। তাদের সকলের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা এলাকায় বলে জানা গেছে। নোয়াখালীতে ইউপি সদস্যসহ আটক ৩ নোয়াখালী থেকে নিজস্ব সংবাদদাতা জানান, জেলার কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে এক ইউপি সদস্যসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
×