ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গোপালগঞ্জে পুলিশ ডাকাত গুলি বিনিময় ॥ গ্রেফতার ৬

প্রকাশিত: ০৬:১৭, ১৪ জুলাই ২০১৫

গোপালগঞ্জে পুলিশ ডাকাত গুলি বিনিময় ॥ গ্রেফতার ৬

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১৩ জুলাই ॥ গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশ ও ডাকাতদের মধ্যে গুলি বিনিময় শেষে ৬ ডাকাত-সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে মুকসুদপুর উপজেলার রাঘদি ইউনিয়নের নয়াকান্দি ব্রিজের কাছে ডাকাতির প্রস্তুতিকালে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। গুলি বিনিময়ে ২ ডাকাত-সদস্য পায়ে গুলিবিদ্ধ হয়েছে। গ্রেফতারকালে ডাকাতদের কাছ থেকে একটি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড বন্দুকের গুলি, ২টি রাম-দা, একটি কুড়াল ও গ্রীলকাটা কাঁচি উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ ২ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধরা হলো, মুকসুদপুর উপজেলার বাহারা চরপাড়া গ্রামের নুরুল ইসলাম ও মাদারীপুর জেলার রাজৈর উপজেলার গুচ্ছগ্রামের কামাল। গ্রেফতারকৃত অন্য ডাকাতরা হলো মুকসুদপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের সুখ বিশ্বাস, চর বাহারা গ্রামের সহিদ শেখ, মধ্য বাহারা গ্রামের মিঠু শেখ এবং মৌলভী বাহারা গ্রামের এনায়েত মোল্লা।
×