ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে বেতন দাবিতে পোশাক শ্রমিক বিক্ষোভ

প্রকাশিত: ০৬:১৬, ১৪ জুলাই ২০১৫

চট্টগ্রামে বেতন  দাবিতে পোশাক  শ্রমিক বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বকেয়া বেতনের দাবিতে সোমবার সকালে চট্টগ্রামে বিক্ষোভ প্রদর্শন করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। নগরীর আন্দরকিল্লা এলাকার মাসুদা ফেব্রিক্স প্রাইভেট লিমিটেডের শ্রমিকরা সকাল ১০টার দিকে কারখানা গেটে অবস্থান করে। এ সময় তারা তাদের মে ও জুন মাসের বেতন পরিশোধের দাবি জানায়। বিক্ষোভকারীরা ওই কারখানার প্রোডাকশন ম্যানেজারকে অবরুদ্ধ করে রাখে। পরে প্রশাসন ও বিজিএমইএ কর্মকর্তাদের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। শিল্পপুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত থেকেই শ্রম অসন্তোষ দেখা দেয় কারখানাটিতে। ঈদকে সামনে রেখে বকেয়া বেতন পরিশোধের দাবি জানায় শ্রমিকরা। এ সময় তারা ম্যানেজারকে আটকে রাখে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। শ্রমিকরা সড়কে নামতে চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। ফলে কিছু শ্রমিক কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। পুলিশ শ্রমিকদের অনেক বুঝিয়ে শান্ত করে। ফলে মধ্যরাতে শ্রমিকরা ফিরে যায়। সোমবার সকালে আবারও শ্রমিকরা অবস্থান গ্রহণ করে। এ সময় ছুটে আসে শিল্পপুলিশ ও বিজিএমইএয়ের কর্মকর্তারা। তারা ঈদের আগেই শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে বলে আশ্বাস প্রদান করেন। এতে করে পরিস্থিতি শান্ত হয়।
×