ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে পচা আমের ‘ভাগাড়’

প্রকাশিত: ০৬:১৬, ১৪ জুলাই ২০১৫

রাজশাহীতে পচা  আমের ‘ভাগাড়’

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আমের ‘রাজ্য’ রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর ও চারঘাটের সারদা এলাকায় এবার পচে নষ্ট হয়েছে বিপুল পরিমাণ আম। সময়মতো বাজারজাত করতে না পারা ও গত সপ্তাহের বৃষ্টিপাতে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এছাড়া পাইকাররা সময়মতো আসতে না পারায় পচে নষ্ট হয়েছে বিপুল পরিমাণ আম। শুধু একটি আড়তেই নষ্ট হয়েছে চার লাখ টাকার আম। চারঘাটের সারদায় রবিবার গিয়ে দেখা গেছে, পচা আমের বিশাল স্তূপ রাস্তার পাশে পড়ে রয়েছে। সেগুলো দুর্গন্ধ ছড়াচ্ছে। পশুপাখিও সেগুলো স্পর্শ করছে না। ব্যবসায়ীদের অভিযোগ সংরক্ষণের ব্যবস্থা থাকলে এত আম নষ্ট হতো না। ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়তেন না। রাজশাহীর চারঘাট এলাকার ক্ষতিগ্রস্ত আম ব্যবসায়ী আতাউর রহমান জানান, তিনি জুস তৈরির জন্য প্রাণ কোম্পানির কাছে আম বিক্রি করেন। নিজের আড়তে এজন্য আম রেখেছিলেন এক হাজার মণের বেশি। তবে গত সপ্তাহের কয়েক দিনের বৃষ্টিতে বাইরের ব্যবসায়ীরা না আসায় তার আড়তেই পচে গেছে ৫০০ মণের বেশি আম।
×