ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘বাহুবালি’ চলচ্চিত্রের আয়ের রেকর্ড

প্রকাশিত: ০৬:০৮, ১৪ জুলাই ২০১৫

‘বাহুবালি’ চলচ্চিত্রের আয়ের রেকর্ড

সংস্কৃতি ডেস্ক ॥ ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র ‘বাহুবালি’ মুক্তির প্রথম দিন থেকেই দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। মুক্তির দিন ৫০ কোটি রূপি আয় করে ভারতের সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়া চলচ্চিত্রটিকে অনেকেই তুলনা করেছেন জ্যাক স্নাইডারের পরিচালিত হলিউডি চলচ্চিত্র ‘থ্রি হান্ড্রেড’-এর সঙ্গে। এখন দেখা যাচ্ছে, দর্শকদের মতে ‘থ্রি হান্ড্রেড’-এর চেয়েও ভাল এসএস রাজামৌলির এই তেলেগু চলচ্চিত্র। অন্তত চলচ্চিত্রটির আইএমডিবি রেটিং সে কথাই বলছে। তেলেগু সিনেমা ‘বাহুবালি’র কাহিনী আবর্তিত হয়েছে প্রাচীন ভারতের এক রাজ্যের ক্ষমতা দখলে দুই ভাইয়ের লড়াইয়ের কাহিনী অবলম্বনে। নির্মাতা রাজামৌলি বলেছেন, মহাভারতের ছায়া অবলম্বনে চলচ্চিত্রটি তৈরি করেছেন তিনি। ‘বাহুবালি’ চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রাভাস, রানা ডাগগুবাতি, তামান্না ভাটিয়া, আনুশকা শেট্টি, রাম্ভার মতো তেলেগু তারকারা। ইন্টারন্যাশনাল মুভি ডাটাবেইজ, সংক্ষেপে আইএমডিবির ওয়েবসাইটে যে কোন চলচ্চিত্রের প্রোফাইলে দর্শকরা তাদের পছন্দ অনুযায়ী রেটিং দিতে পারেন। দশের ভেতর রেটিং-৭ এর উপরে উঠলেই চলচ্চিত্রটিকে গ্রহণযোগ্য হিসেবে ধরা হয়। ২০০৬ সালের মার্কিন এ্যাকশন পিরিয়ড ড্রামা ‘থ্রি হান্ড্রেড’-এর রেটিং ৭ দশমিক আট। তবে শুক্রবার মুক্তি পাওয়া ভারতীয় পিরিয়ড ড্রামা ‘বাহুবালি’র বর্তমান রেটিং সাড়ে নয়। ভারতীয় একাধিক গণমাধ্যম মনে করছে, এটি ভারতীয় চলচ্চিত্র বিকাশের প্রমাণ।
×