ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রংপুরে কলেজছাত্রীকে অপহরণের চেষ্টা ॥ তিনজনকে গণধোলাই মাইক্রোতে আগুন

প্রকাশিত: ০৫:৪৬, ১৪ জুলাই ২০১৫

রংপুরে কলেজছাত্রীকে অপহরণের চেষ্টা ॥ তিনজনকে গণধোলাই মাইক্রোতে আগুন

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ রংপুরে ফিল্মি স্টাইলে এক কলেজছাত্রীকে অপহরণ করে মাইক্রোযোগে নিয়ে যাওয়ার সময় তিন অপহরণকারীকে আটক করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। এ সময় উত্তেজিত জনতা মাইক্রোটি জ্বালিয়ে দেয়। পরে অপহরণকারীদের পুলিশের হাতে তুলে দেয় তারা। সোমবার দুপুরে গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, গঙ্গাচড়ার আলমবিদিতর ইউনিয়নের ফুলবাড়ি চওড়া গ্রামের শিক্ষক লুৎফর রহমানের মেয়ে ধনতলা আরইউ স্কুল এ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী আফসানা ফেরদৌসী রুমি প্রাইভেট পড়তে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। তিনি সয়রাবাড়িÑবেতগাড়ী সড়কে ভাঙ্গা ব্রিজের কাছে এলে তার পথরোধ করে মাইক্রোতে তুলে নেয় তিন দুর্বৃত্ত। এ সময় ওই ছাত্রী চিৎকার করতে থাকে। পরে মাইক্রোটি বেশ কিছুদূর যাওয়ার পর সামনে আকস্মিকভাবে একটি ট্রাক এসে দাঁড়ালে অপহৃতা হাতের ইশারায় লোকজনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। এ সময় উপস্থিত জনতার সন্দেহ হলে তারা মাইক্রোচালকসহ তিনজনকে আটক এবং ওই ছাত্রীকে উদ্ধার করে। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী অপহরণকারীদের গণপিটুনি দিয়ে মাইক্রোটিতে আগুন ধরিয়ে দেয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। অপহরণকারীরা হলো মহানগরীর রাঁধাবল্লভ এলাকার মামুন মিয়া (৩০), আবু ইউসুফ ময়না (৪৫) ও চালক রাশেদুল ইসলাম (৪২)। এ ঘটনায় চারজনকে আসামি করে অপহরণ ও নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে।
×