ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মিডিয়া প্লান্টের ৭ এ্যালবামের প্রকাশনা

প্রকাশিত: ০৫:৫৬, ১৩ জুলাই ২০১৫

মিডিয়া প্লান্টের ৭ এ্যালবামের প্রকাশনা

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান মিডিয়া প্লান্টের ব্যানারে ৭টি এ্যালবাম বাজারে এসেছে এবার। রাজধানীর রামপুরার স্বাধীন চলচ্চিত্রের কার্যালয়ে শুক্রবার এ্যালবামগুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্য পরিচালক মনির হোসেন জীবন। নতুন এ্যালবামগুলো হলো ‘আয়না ফিরে’, ‘ছন্নছাড়া’, ‘তুমিহীনা’, ‘তৃতীয় নয়ন’, ‘একরাশ মেঘ’, ‘মন্দ সমিরে এসো বিদরা-তীরে’ এবং ‘জান পাখী’। এর মধ্যে ‘আয়না ফিরে’ ও ‘তুমিহীনা’ এ্যালবাম দুটির সঙ্গীত পরিচালনা করেছেন- আশিকুর রহমান। গান গেয়েছেন শিল্পী- দোলা, জাহিদ হাসান রাকিব, রিজু ও স্নেহ, রাব্বি, পাগলা রাশেদ, ফাহিম, রডিস, রোমান্স রাজু, তুষার মাহমুদ, টি আর শান্ত, মিত ও এন আই সোহাগ। ‘ছন্নছাড়া’ এ্যালবামের সঙ্গীত পরিচালনা করেছেন- ব্যান্ড মেম্বার ও আদিব কবির, শিল্পী জুবায়ের সুমন। ‘তৃতীয় নয়ন’ এ্যালবামের সঙ্গীত-পাভেল রহমান, শিল্পী- আকাশ, লাবণি, তন্ময়, নিঝুম, সায়হাম, উদয় ও পাভেল রহমান। ‘একরাশ মেঘ’ ও ‘জান পাখী’ এ্যালবামের সঙ্গীত করেছেন- ওয়াহেদ শাহিন, শিল্পী- অশোক কুমার ও মিতা রায়, এহসান ও এনা, ফিদেল, মাসুদ, যাযাবর পলাশ ও ফারজানা সিমু, বোরহান বিশ্বাস, রায়হান রেজোয়ান ও সউমি, সোহেল ও মারুফ মুন্না। ‘মন্দসমিরে এসো বিদরা-তীরে’ এ্যালবামের সঙ্গীত পরিচালনা করেছেন এ আর মৃধা বিল্লু, শিল্পী- ইতি মাহমুদ, পারমিতা হক কঙ্কন ও এ আর মৃধা বিল্লু।
×