ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হবিগঞ্জে ছা’আদত ছালমা স্মৃতি পদক পেলেন ডিসি-এসপি

প্রকাশিত: ০৫:২২, ১৩ জুলাই ২০১৫

হবিগঞ্জে ছা’আদত ছালমা স্মৃতি  পদক পেলেন  ডিসি-এসপি

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১২ জুলাই ॥ আপাদমস্তক একজন সৎ সরকারী উচ্চ পদস্থ কাস্টমস কর্মকর্তা ও বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম ছা’আদত-ছালমা চৌধুরী স্মৃতি পর্ষদ পদক পেলেন হবিগঞ্জের প্রথম নারী জেলা প্রশাসক সাবিনা আলম ও পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। এছাড়া একই পর্ষদের পক্ষ থেকে হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্র হতদরিদ্র পরিবারের সন্তান শফিকুর রহমান স্বপনকে সনদ ও বৃত্তি প্রদান করা হয়। শনিবার সন্ধ্যায় ওই পরিষদের পক্ষ থেকে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কনফারেন্স রুমে আয়োজিত এক ইফতার মাহফিলের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে এই পদক ও বৃত্তি প্রদান করা হয়। অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র, সাবেক পৌর চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শহীদ উদ্দিন চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের কমান্ডার এ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান প্রমুখ। অনুষ্ঠান শেষে দৈনিক জনকণ্ঠের সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরী তুহিনের উদ্যোগে এক মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সদ্য প্রয়াত গ্লোব-জনকণ্ঠের ইডি নজরুল ইসলাম খানের মায়ের মৃত্যুতে বিশেষ মোনাজাত করা হয়।
×