ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রংপুর চিনিকল কর্মচারীদের ‍বিক্ষোভ মিছিল

বকেয়া বেতন-বোনাস দাবি

প্রকাশিত: ০৫:২০, ১৩ জুলাই ২০১৫

বকেয়া বেতন-বোনাস দাবি

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১২ জুলাই ॥ গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর মহিমাগঞ্জ চিনিকলে কর্মরত ৮শ’ ১২ জন শ্রমিক-কর্মচারী ৩ মাসের বেতন-বোনাস ও পোষণ ভাতা প্রাপ্তির দাবিতে রোববার মিল চত্বরে বিক্ষোভ মিছিল ও ঘেরাও কর্মসূচী পালন করে। কর্মচারীরা মিছিল শেষে ব্যবস্থাপনা পরিচালকের প্রশাসনিক কার্যালয় ৯টা থেকে ৩ ঘণ্টা পর্যন্ত ঘেরাও করে রাখে এবং ঈদের আগে পাওনা বেতন-বোনাস ও কানামোনা (কাজ নাই মজুরী নাই) শ্রমিকদের পোষণ ভাতা পরিশোধের দাবি জানান। অন্যথায় সোমবার থেকে মিলগেটসহ অফিস তালাবদ্ধ করে লাগাতার আন্দোলনের কর্মসূচীর আল্টিমেটাম প্রদান করেন। ঘেরাও কর্মসূচী পালনকালে বক্তব্য রাখেনÑ রংপুর মহিমাগঞ্জ চিনিকল শ্রমিক-কর্মচারী ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
×