ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুমিল্লায় কারখানা মালিকের ৫ হাজার টাকা জরিমানা

নিম্নমানের সেমাই প্রস্তুত

প্রকাশিত: ০৫:১৯, ১৩ জুলাই ২০১৫

নিম্নমানের সেমাই প্রস্তুত

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১২ জুলাই ॥ মহানগরীর চৌয়ারা, বিসিক শিল্পনগরী, সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর, ভুশ্চি, শুয়াগাজীসহ বিভিন্ন হাট-বাজার ও কনফেকশনারীতে অপরিচ্ছন্ন পরিবেশে এবং নিম্নমানের আটা-ময়দাসহ উপকরণ দিয়ে প্রস্তুত হচ্ছে সেমাই। ঈদ উপলক্ষে এসব সেমাই জেলার বিভিন্ন হাট-বাজারে সরবরাহ করা হচ্ছে। চাল-গমের ডিলারশিপ নিয়ে জনৈক আবু তাহের চৌয়ারা বাজারে বৈশাখী সেমাই ফ্যাক্টরি চালু করে অপরিচ্ছন্ন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাইসহ বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুত ও ওজনে কারচুপি করে দীর্ঘদিন থেকে বাজারজাত করে আসছিলেন বলে ব্যাপক অভিযোগ উঠে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বৈশাখী সেমাই ফ্যাক্টরির মালিক আবু তাহেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর হোসেন জানান, পবিত্র রমজান মাসে ভেজালবিরোধী ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ মোতাবেক চৌয়ারা বাজারের বৈশাখী সেমাই ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই উৎপাদন ও ওজনে কারচুপির অপরাধে ফ্যাক্টরির মালিক আবু তাহেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
×