ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ যুবাদের কাছেও নাকাল দ. আফ্রিকা

প্রকাশিত: ০৫:১৬, ১৩ জুলাই ২০১৫

বাংলাদেশ যুবাদের কাছেও নাকাল দ. আফ্রিকা

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকা সফরের শুরু থেকেই স্বাগতিকদের নিয়ে ছেলেখেলায় মেতেছে বাংলাদেশ অনুর্ধ ১৯ দল। প্রথম দুই ম্যাচেই জেতার পর তৃতীয় ওয়ানডেতে প্রোটিয়া যুবদলের কাছে হেরে গিয়েছিল অবশ্য সফরকারীরা। কিন্তু রবিবার পিটারমারিজবার্গে অনুষ্ঠিত চতুর্থ ওয়ানডেতে ৮ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনুর্ধ ১৯ দল। ফলে ৭ ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ৩-১ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা। আরেকটি ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশ যুব ক্রিকেট দলের। টস জিতে আগে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা অনুর্ধ ১৯ দল। কিন্তু মিডিয়াম পেসার মোহাম্মদ সাইফুদ্দিনের বোলিং তোপে শুরু থেকেই বিপদে পড়ে তারা। যদিও একপ্রান্তে ওপেনার লিয়াম স্মিথ উইকেট আঁকড়ে থাকেন। একাই টেনে নিচ্ছিলেন প্রোটিয়া যুবাদের। অপরপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৭০ রান তুলতে সক্ষম হয় প্রোটিয়া যুব ক্রিকেট দল। স্মিথ ১৩৭ বলে ১ চারে সর্বোচ্চ ৫৯ রান করেন। সাইফুদ্দিন ৪২ রানে ৪ উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে দলীয় ৩৩ রানেই অবশ্য প্রথম উইকেট হারায় বাংলাদেশ অনুর্ধ ১৯। দ্বিতীয় উইকেটে সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত ১২৪ রানের জুটি গড়ে দলকে জয়ের ভিত গড়ে দেন। সাইফ ১২২ বলে ৬ চারে ৫৪ রান করে সাজঘরে ফেরেন। তবে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন নাজমুল শান্ত। তিনি ৯৪ বলে ৮ চারে ৬৯ রান করে অপরাজিত থাকেন। ২ উইকেট হারিয়ে ৪০.২ ওভারে ১৭২ রান তুলে ৮ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশের যুব ক্রিকেটাররা। স্কোর ॥ দক্ষিণ আফ্রিকা দলের ইনিংস-৫০ ওভারে ১৭০/৯ (স্মিথ ৫৯, ভেরেইন ৩৪, গ্যালিয়েম ২৮; সাইফুদ্দিন ৪/৪২, রিফাত ১/১৯, সঞ্জিত ১/২৩, মেহেদী ১/২৯)। বাংলাদেশদলের ইনিংস-৪০.২ ওভারে ১৭২/২ (সাইফ ৫৪, নাজমুল শান্ত ৬৯*; মুল্ডার ১/২৬, গ্লোভার ১/২৯)। ফল ॥ বাংলাদেশ অনুর্ধ ১৯ দল ৮ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ নাজমুল হোসেন শান্ত সিরিজ॥ ৭ ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ অনুর্ধ-১৯ দল ৩-১ ব্যবধানে এগিয়ে।
×