ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রেডিসন ঘিরে কড়া নিরাপত্তা বলয়

আজ চট্টগ্রাম আসছে বাংলাদেশ-দ. আফ্রিকা ক্রিকেট দল

প্রকাশিত: ০৫:১৫, ১৩ জুলাই ২০১৫

আজ চট্টগ্রাম আসছে বাংলাদেশ-দ. আফ্রিকা ক্রিকেট দল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ ক্রিকেট দল চট্টগ্রাম আসছে আজ সোমবার। ওয়ানডে ও টেস্ট ম্যাচ খেলতে টিম দুটি চৌদ্দ দিন অবস্থান করবে চট্টগ্রামের পাঁচতারকা হোটেল ‘রেডিসন ব্লু’তে। এ উপলক্ষে সংলগ্ন এলাকায় কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। চট্টগ্রামে একটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে এই দুই দলের মধ্যে। ম্যাচ দুটি হবে সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। খেলায় অংশ নিতে আসা এ দুটি টিম অবস্থান করবে ১৩ থেকে ২৬ জুলাই পর্যন্ত। এর মধ্যে আগামী ১৪ জুলাই ওয়ানডে এবং ২১ থেকে ২৬ জুলাই পর্যন্ত টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ ক্রিকেট টিমের নিñিদ্র নিরাপত্তায় পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। রেডিসন ব্লু থেকে সাগরিকা পর্যন্ত যাত্রা পথের সব গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবে কড়া নিরাপত্তা। দায়িত্বে নিয়োজিত থাকবেন পাঁচ উপ-কমিশনার পর্যায়ের কর্মকর্তার নেতৃত্বে ১ হাজার ৪৬৪ পুলিশ সদস্য। সিএমপি সূত্রে জানা যায়, নিরাপত্তা বলয় সৃষ্টিতে নিয়োজিত থাকবেন ৫ অতিরিক্ত পুলিশ কমিশনার, ১০ সহকারী কমিশনার, ২৯ পরিদর্শক, ১১৪ এসআই, ৮০ এএসআই, ৬৩১ পুলিশ কনস্টেবল, ১০৩ মহিলা কনস্টেবল, ১১৪ এপিবিএনসহ র‌্যাব ও গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা। এর মধ্যেই গত শনিবার দুপুরে সার্বিক নিরাপত্তা নিয়ে সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এক সমন্বয় সভা। এতে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি আ জ ম নাছির উদ্দিন। উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ ও জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। প্রশাসন সূত্রে জানানো দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ দলের চট্টগ্রামে অবস্থানকালে যথাযথ নিরাপত্তা বিধানে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ওয়ানডে ও টেস্ট ম্যাচে স্টেডিয়ামে প্রচুরসংখ্যক দর্শকের সমাগম ঘটবে। বিষয়টি বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ নজরদারি থাকবে। উল্লেখ্য, চট্টগ্রামে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু উদ্বোধনের পর এই প্রথম হোটেলটিতে উঠছেন ক্রিকেটাররা।
×