ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৫:১১, ১৩ জুলাই ২০১৫

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

আজকের অলোচ্য বিষয় ৩য় এবং চতুর্থ অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। সমাপনীতে যার প্রত্যেকটির মান ১ নম্বর করে। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ১। মহাস্থানগড় কোথায় অবস্থিত? উত্তর : বগুড়া শহর থেকে তেরো কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত। ২। মহাস্থানগড়ের ঐতিহাসিক কি কি নিদর্শন পাওয়া গেছে? উত্তর : মহাস্থানগড়ের ঐতিহাসিক নিদর্শনগুলো হলো : ব্রাহ্মী শিলালিপি, পোড়া মাটির ফলক ও ভাস্কর্য, স্বর্ণ ও রৌপ্যমুদ্রা, পাথর ও কাঁচের পুঁতি, গোবিন্দ ভিট। লখিন্দরের মেধ, গোকুলমেধ এবং অনেকগুলো পাথর। ৩। ময়নামতিতে খননকৃত সাতটি স্থানের নাম কি কি? উত্তর : ভোজ বিহার, রানির বাংলো, কুটিলা মুড়া, আনন্দ বিহার, শালবন বিহার, রূপবান মুড়া। ৪। মহাস্থানগড়ের দক্ষিণ-পূর্ব কোনে কী রয়েছে? উত্তর : মহাস্থানগড়ের দক্ষিণ পূর্ব কোনে মুঘল আমলে নির্মিত এক গম্বুজের একটি মসজিদ রয়েছে যা মহাস্থান মসজিদ নামে পরিচিত। ৫। আহসান মঞ্জিল কোথায় অবস্থিত? উত্তর : বুড়িগঙ্গা নদীর তীরে কুমারটুলিতে অবস্থিত। ৬। আহসান মঞ্জিল কে তৈরী করেন? উত্তর : মুঘল আমলে বরিশালের জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতউল্লাহ প্রাসাদটি তৈরী করেন। ৭। কে কোথায় এবং কত সালে সোনারগাঁয়ে লোকশিল্প যাদুঘর প্রতিষ্ঠা করেন? উত্তর : শিল্পাচার্য জয়নুল আবেদীন ১৯৭৫ সালে সোনারগাঁয়ে লোকশিল্প যাদুঘর প্রতিষ্ঠা করেন। ৮। সোনারগাঁও কোথায় অবস্থিত? উত্তর : ঢাকা শহর থেকে প্রায় সাতশত কিলোমিটার পূর্ব দক্ষিণে মেঘনা নদীর পশ্চিম তীরে সোনারগাঁও অবস্থিত। ৯। বাংলাদেশে কয় কয়ধরনের ধান হয় কী কী? উত্তর : বাংলাদেশে তিন ধরনের ধান হয় কথায় আউশ, আমন ও বোরো। ১০। বর্তমানে কত টন চাল পাওয়া যায়? উত্তর : বর্তমানে বাংলাদেশে উৎপাদিত ধান থেকে প্রতিবছর প্রায় ৩ কোটি ৪০ লক্ষ মেট্রিকটন চাল পাওয়া যায়। ১১। বাংলাদেশে কয় প্রজাতির ডাল হয়? উত্তর : বাংলাদেশে বিভিন্ন প্রজাতির ডাল হয় যেমন, ছোলা, মসুর, মুডা, মাসকলাই, খেসারি, আড়হর ইত্যাদি। ১২। বাংলাদেশের উল্লেখযোগ্য মসলা কী কী। উত্তর : পেঁয়াজ, রসুন, আদা, মরিচ বিশেষ উল্লেখযোগ্য মসলা। ১৩। বাংলাদেশে ডালের চাহিদা কত? উত্তর : বাংলাদেশে প্রতিবছর ৭/৮ লক্ষ মেট্রিকটন ডাল উৎপন্ন হয়। তবে দেশে প্রতিবছর ৩৫ থেকে ৪০ লক্ষ মেট্রিকটন ডাল উৎপন্ন হয়। ১৪। কোন কোন অঞ্চলে চা বেশী চাষ হয়? উত্তর : বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ অঞ্চলের জেলাগুলোয় বেশি চা উৎপন্ন হয়। তবে বর্তমানে দিনাজপুর ও পঞ্চগড় জেলাতেও চা চাষ হচ্ছে। ১৫। আমাদের দেশের কোন কোন জেলায় তামাক চাষ হয়? উত্তর : বাংলাদেশের অনেক অঞ্চলে তামাক চাষ হয়। তবে, রংপুর, দিনাজপুর, ললমনিরহাট, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মানিকগঞ্জ বান্দরবন, কক্সবাজারে বেশি তামাক উৎপন্ন হয়। ১৬। বাংলাদেশের কৃষকরা কি ধরনের উৎপাদনমুখী কাজ করে থাকেন? উত্তর : এদেশের কৃষকরা কিছু ভিন্ন ধরনের উৎপাদনমুখী কাজ করে থাকেন। যেমন আপেল বড়ই চাষ, স্ট্রবেরি চাষ, মাছ
×